Sourav Ganguly: চাপে থাকবেন! কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রোটিয়া কিংবদন্তি যা বলছেন…
SA T20 League: দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছু দিন এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন, সুযোগ এলে ভারতীয় দলের কোচ হতে চাইবেন। তার আগে সৌরভের কাছে যেন প্রমাণের সুযোগ। আর এই নতুন দায়িত্ব সৌরভকে প্রবল চাপে রাখবে, এমনটাই মনে করছেন প্রোটিয়া কিংবদন্তি।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি আগামী দিনে ভারতীয় দলের কোচ হিসেবে দেখা যেতে পারে? এর উত্তর অবশ্যই হ্যাঁ। দেশের অন্যতম সেরা ক্রিকেটার। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সবচেয়ে বেশি মনে রাখা হয় ক্যাপ্টেন্সির জন্য। তাঁর ক্ষুরধার মস্তিষ্ক ক্রিকেট বিশ্বে বিরল। ক্রিকেটার, ক্যাপ্টেন এবং ক্রিকেট প্রশাসক। নানা ভূমিকাতেই দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। এ বার দেখা যাবে কোচের ভূমিকায়। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছু দিন এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন, সুযোগ এলে ভারতীয় দলের কোচ হতে চাইবেন। তার আগে সৌরভের কাছে যেন প্রমাণের সুযোগ। আর এই নতুন দায়িত্ব সৌরভকে প্রবল চাপে রাখবে, এমনটাই মনে করছেন প্রোটিয়া কিংবদন্তি। কী বলছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার অ্যালান ডোনাল্ড?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব সামলেছেন। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁকে কার্যত মেন্টর হিসেবে দেখা গিয়েছে। কোচ হিসেবে এ বার অভিষেক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট মস্তিষ্ক দুর্দান্ত। ওর অভিজ্ঞতা প্রিটোরিয়া ক্যাপিটালসে নতুনত্ব আনতে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। দুর্দান্ত দল বানিয়েছে ওরা। সমর্থনও প্রচুর রয়েছে। ওদের ম্যাচে স্টেডিয়াম পুরোপুরি ভর্তি থাকবে, বলাই যায়।’
সৌরভের প্রসঙ্গে যোগ করেন, ‘একজন প্লেয়ারের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি ও যখন পুনে ওয়ারিয়র্সের ক্যাপ্টেন ছিল, একজন ঠান্ডা মাথার মানুষ হিসেবে দেখেছি। দুর্দান্ত ক্যাপ্টেন্সি। তবে কোচিং আলাদা বিষয়। জোনাথন ট্রট সেই স্বাদ পেয়েছে, এ বার সৌরভ। এটুকু বলতে পারি, ওর অভিজ্ঞতা অনেক। দিল্লি ক্যাপিটালসে মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছে। ওই টিমে যারা ছিল, অনেক প্লেয়ার এখানেও রয়েছে। ওদের সঙ্গে সৌরভের কাজ করতে আরও সুবিধা হবে। বাকিদেরও দ্রুত বুঝে নিতে পারবে।’ প্লেয়ারদের ম্যানেজ করাটাই কোচিংয়ে যে আসল দিক, সেটাও তুলে ধরেন অ্যালান ডোনাল্ড।
