Ravindra Jadeja: ব্যর্থতা, লড়াই, সাফল্য… আন্তর্জাতিক কেরিয়ারে ১৫ বছর পূর্তি রবীন্দ্র জাডেজার

Watch Video: ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে ওডিআই ফর্ম্যাটে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাডেজার। ওই ম্যাচে ৬ ওভার হাত ঘুরিয়েও কোনও উইকেট পাননি। কিন্তু ব্যাট হাতে ৬০ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন জাডেজা। শেষ অবধি অবশ্য দলকে জেতাতে পারেননি। ৬৮ রানে ওই ম্যাচ শ্রীলঙ্কা জিতেছিল। কিন্তু ওই দিনটা স্মরণীয় হয়ে রয়েছে জাডেজার কাছে।

Ravindra Jadeja: ব্যর্থতা, লড়াই, সাফল্য... আন্তর্জাতিক কেরিয়ারে ১৫ বছর পূর্তি রবীন্দ্র জাডেজার
Follow Us:
| Updated on: Feb 08, 2024 | 7:55 PM

কলকাতা: দীর্ঘ ১৫ বছর পার… এতদিনে ভালো খারাপ বহু মুহূর্তের সাক্ষী হয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। আজ ৮ ফেব্রুয়ারি। আজকের দিনটা ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার কাছে বিশেষ। কারণ দেড় দশক আগে আজকের দিনে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে প্রথম বার খেলার সুযোগ পেয়েছিলেন জাড্ডু। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে ওডিআই ফর্ম্যাটে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাডেজার। ওই ম্যাচে ৬ ওভার হাত ঘুরিয়েও কোনও উইকেট পাননি। কিন্তু ব্যাট হাতে ৬০ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন জাডেজা। শেষ অবধি অবশ্য দলকে জেতাতে পারেননি। ৬৮ রানে ওই ম্যাচ শ্রীলঙ্কা জিতেছিল। কিন্তু ওই দিনটা স্মরণীয় হয়ে রয়েছে জাডেজার কাছে। আজ, বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটে জাডেজার ১৫ বছর পূর্তি হয়েছে। এক মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়া সাইট X এ ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা দেশের হয়ে তাঁর খেলার পুরনো কয়েকটি ছবি দিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে জাডেজা লিখেছেন, ‘আমার স্বপ্নকে বাস্তবায়িত করার ১৫ বছর পার – প্রতিটা মুহূর্তের জন্য কৃতজ্ঞ!’ ২০০৯ সালের ৮ ১০ ফেব্রুয়ারি জাডেজার টি-২০ ফর্ম্যাটেও অভিষেক হয়েছিল। বছর দুয়েক পর নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ডেবিউ হয়েছিল জাডেজার। তারপর থেকে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন জাডেজা।

বর্তমানে রবীন্দ্র জাডেজা রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার জাডেজা। যে কারণে দ্বিতীয় টেস্টে ভাইজ্যাগে তিনি খেলেননি। শোনা গিয়েছে, রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে মাঠে ফিরবেন তিনি। সম্প্রতি তিনি ইন্সটাগ্রামে নিজের ইনজুরি আপডেট শেয়ার করেছিলেন। তাতে লিখেছিলেন, ‘সুস্থ হয়ে উঠছি।’ তারপর তাঁর অনুরাগীদের মনে আশা জেগেছে যে, শীঘ্রই মাঠে ফিরবেন জাডেজা।