কলকাতা: ১৭ বছর পর চিপকের মাটিতে এসেছে জয়। সিএসকের বিরুদ্ধে এই জয় যেন নতুন স্বপ্নের জন্ম দিয়ে গেল আরসিবি শিবিরে। শুরু থেকেই আধিপত্য রেখে ম্যাচ ঘরে তোলে বিরাটের দল। চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে ৫০ রানের ব্যবধানে ধোনির দলকে হারায় আরসিবি। বিরাট বড় রান না পেলেও রজত পাতিদার বিস্ফোরক ব্যাট করে টিমকে বড় লক্ষ্যে পৌঁছে দেন। চিপকে চমৎকার বোলিং করেছে আরসিবি (RCB)। বিরাট কোহলি ছাড়া বেঙ্গালুরুকে ভাবাই যায় না। সত্যিই কি তাই? নাকি অন্য মডেলে আত্মপ্রকাশ হচ্ছে তাদের? প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া কিন্তু অন্য দাবি করছেন।
২০০৮ সালে শেষবার চিপকে জিতেছিল আরসিবি। অর্থাৎ প্রথম আইপিএলে চেন্নাইয়ের ঘরের মাঠে এসেছিল জয়। সে দিক থেকে দেখলে ১৭ বছর পর আবার জয়ের কোলাজে ফিরেছে আরসিবি। তবে দল জিতলেও বিরাটের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন! এই ম্যাচে বিরাট ৩০ বলে ৩১ রান করে আউট হন। অনেক বেশি বল খেলেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাঁর এই স্লো ইনিংসের পরে আকাশ চোপড়া বলেছেন, “বিরাটের কাছে এমন একটা দিন ছিল, ব্যাটে বল আসছিল না ঠিকঠাক। ম্যাচের শুরুতেই ব্যাট করার সময় বিরাটের মাথায় বল লাগার পরেও ও কয়েকটা চার ও ছয় মারে। কিন্তু নুরের বলে রাচিনের হাতে ক্যাচ দিয়ে বসে। বিরাটের আজকের ইনিংসটা মোটেও সাবলীল ইনিংস ছিল না। ওর থেকে আমারা আরও ভালো ইনিংস আশা করেছিলাম।”
এতেই শেষ নয়, আরসিবি ক্রমশ বিরাটের ছায়া থেকে বেরিয়ে আসছে, এমনও দাবি করেন আকাশ চোপড়া। বলেন, “আরসিবি এখন আর বিরাট নির্ভর ক্রিকেট খেলে না। এই ম্যাচে তা প্রমাণ হয়ে গিয়েছে। আরসিবি আজ দলগত সাফল্যের জন্য এই ম্যাচে জয় পেয়েছে। বিরাট ভালো না খেলার পরেও তারা বোর্ডে ১৯৬ রান তোলে। ৫০ রানের ব্যবধানে এই ম্যাচে জেতে।”
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।