RCB, IPL 2025: চেন্নাই ‘বধ’-এর পর RCB ক্যাপ্টেন রজতের মুখে ‘গেম-চেঞ্জিং’ মুহূর্তের কথা
Rajat Patidar: চলতি মরসুমে আরসিবির বোলাররা প্রথম দুই ম্যাচেই নিজেদের ছাপ রেখেছেন। ধোনির দলকে হারিয়ে যে কারণে, বোলিং বিভাগের প্রশংসা শোনা গিয়েছে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদারের মুখে।

কলকাতা: আরসিবির (RCB) এ বারের বোলিং বিভাগ বেশ শক্তিশালী। তার প্রভাব প্রথম ম্যাচ থেকেই দেখা যাচ্ছে। পাওয়ার প্লে-তেই বাজিমাত করছেন আরসিবি বোলাররা। এ বার চিপকে বেঙ্গলুরুর পেস বোলারদের দাপটে ছারখার হয়েছে চেন্নাই। গত কয়েক বছর আইপিএলে (IPL) আরসিবির যে বোলিংয়ে সমস্যা ছিল, তা বদলে গিয়েছে। বিরাটের দলের বোলিং বিভাগ এখন আগুন ঝরাচ্ছে মাঠে। চলতি মরসুমে আরসিবির বোলাররা প্রথম দুই ম্যাচেই নিজেদের ছাপ রেখেছেন। ধোনির দলকে হারিয়ে যে কারণে, বোলিং বিভাগের প্রশংসা শোনা গিয়েছে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদারের মুখে।
শুক্রবার চিপকে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও আরসিবি। সেই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতুরাজ। আরসিবি প্রথমে ব্যাটিং করে ১৯৬ রানের টার্গেট দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। ইয়েলব্রিগেড পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারায়। কিউয়ি ব্যাটার রাচিন রবীন্দ্র খানিকটা চেষ্টা করলেও, তাঁর চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। ১৪৬ রানেই শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। ৫০ রানের ব্যবধানে ম্যাচ জয় বিরাটদের।
ম্যাচের শেষে আরসিবির ক্যাপ্টেন রজত বলেন, “আমাদের টিমের বোলাররা পাওয়ার প্লে-তে দলকে সাহায্য করেছে। পাওয়ার প্লে-তেই ম্যাচের মোড় ঘুরেছিল। প্রথম ৬ ওভারের মধ্যে আমরা ৩টে উইকেট তুলে নিয়েছিলাম। ব্যাটে-বলে সংযোগ হওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। লেন্থ অনুযায়ী ভালো বোলিং করেছে টিমের বোলাররা। স্পিন সহায়ক পিচ ছিল। তাই আমি সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছিলাম। ম্যাচের শুরুর দিকেই স্পিনারদের ব্যবহার করার পরিকল্পনা করেছিলাম।
এই খবরটিও পড়ুন




দলের বোলারদের ভূয়সী প্রশংসা শোনা যায় আরসিবির অধিনায়কের মুখে। তিনি বলেন, “জস হ্যাজেলউড মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট তুলেছে। সেখানে ছিল চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ ও রাহুল ত্রিপাঠির মতো গুরুতপূর্ণ উইকেট। ভুবনেশ্বর কুমারও দারুন বল করেছে। এই পিচটা স্পিনারদের জন্য একদম আদর্শ পিচ। আজকের ম্যাচ প্রসঙ্গে বলতে হলে, এ পিচের ধরনটা এমন ছিল যে, বল পিচে থমকে থমকে আসছিল ব্যাটে। অথচ সেখানেও আমরা অনেক ছয়, চার মেরেছি। তার মধ্যেও আমরা একটা ভালো টার্গেট দিতে পেরেছিলাম।”
২১ রানে ৩ উইকেট নেওয়া আরসিবির তারকা বোলার জস হ্যাজলউড জানান, এই জয়ের ফলে তাঁর খুব ভালো লাগছে। তিনি বলেন, “আমরা দল হিসেবে খুব ভালো খেলেছি। কেকেআরের ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচে নিজেদের পারফরম্যান্স ভালো করার চেষ্টা করেছি। দলের সব প্লেয়াররা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে। আমাদের বাঁ-হাতি পেসার যশ দয়াল দলকে খুব সাহায্য করেছে।”
কিছুদিন আগে চোট সারিয়ে ফিরেছেন অজি তারকা। সেই প্রসঙ্গে তিনি বলেন, “বোলাররা মাঝে মাঝে চোটের কবলে পড়ে। যদি চোট লাগার পরের যখন রিহ্যাব করি, সেই সময় আমারা ভালো ভাবে জিমে সময় কাটাতে পারি, তা হলে আমাদের মাঠে ফিরতে খুব একটা সমস্যা হয় না।”





