IPL 2025, DC vs SRH, Live Streaming: অক্ষরের দিল্লিকে হারিয়ে অরেঞ্জ আর্মির জয়ে ফেরার চ্যালেঞ্জ, কখন-কোথায়-কীভাবে দেখবেন DC vs SRH ম্যাচ?
Delhi Capitals vs Sunrisers Hyderabad, IPL Live Streaming: রবিবার হবে জমজমাট। কারণ আগামিকাল রয়েছে আইপিএলে ডবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ।

কলকাতা: রবিবার অনেকের ছুটির দিন। এমন দিনে আইপিএলের (IPL) ডবল ম্যাচ মানে ক্রিকেট প্রেমীদের জন্য দ্বিগুণ খুশি। রবি-বিকেলে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস এবং প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। জয় দিয়ে মরসুম শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এরপর উপ্পলে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের মুখ দেখে অরেঞ্জ আর্মি। আর দিল্লি এখনও অবধি ১টি ম্যাচ খেলেছে। সেটি ছিল লখনউয়ের বিরুদ্ধে। তাতে জিতেছিলেন অক্ষররা। এ বার কামিন্সদের হারিয়ে সেই জয়ের ধারা দিল্লি ধরে রাখতে পারে কিনা, সেদিকেই সকলের নজর থাকবে। হায়দরাবাদ যথেষ্ট শক্তিশালী দল। তারাও ছেড়ে কথা বলতে চাইবে না। ফলে রবি-বিকেলে এক হাড্ডাহাড্ডি লড়াই হয়তো দেখা যাবে। সেই আশাই করছেন ক্রিকেট প্রেমীরা। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন DC vs SRH ম্যাচ।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কবে হবে?
আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি (৩০ মার্চ) আগামিকাল, রবিবার হবে।
এই খবরটিও পড়ুন




আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি বিশাখাপত্তনমের ডাঃ ওয়াই. এস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম হবে।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে ৩০ মিনিটে। ম্যাচের আগে বিকেল ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





