Rishabh Pant: অস্ট্রেলিয়া তৈরি হও, পন্থ আসছে; চিন্নাস্বামীতে চন্দ্রাভিযান ঋষভের!

IND vs NZ, 1st Test: হাঁটুর চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করার কথাই নয় তাঁর। নিয়ম দিয়ে কবে আর মাপা গিয়েছে পন্থকে? দ্বিতীয় ইনিংসে নামলেন, বিপক্ষকে ভাঙলেন, আর নিজে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন। ১০৫ বলে ৯৯ করে ফিরলেন ভারতীয় কিপার।

Rishabh Pant: অস্ট্রেলিয়া তৈরি হও, পন্থ আসছে; চিন্নাস্বামীতে চন্দ্রাভিযান ঋষভের!
অস্ট্রেলিয়া তৈরি হও, পন্থ আসছে; চিন্নাস্বামীতে চন্দ্রাভিযান ঋষভের!Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 19, 2024 | 4:03 PM

কলকাতা: টিম সাউদি তখন নতুন বল নিয়েছেন। সঙ্গে সঙ্গে সাফল্যও এল, সরফরাজ খানকে ফিরিয়ে। কিন্তু তাঁকে থামাবে কে? টিম সাউদিকে ল-ম-বা ছক্কা মেরে বল কার্যত হারিয়ে দিলেন। চিন্নাস্বামীর ২২ গজে দাঁড়িয়ে থাকা বাঁ হাতি ব্যাটারকে দেখে মনে হচ্ছিল যেন তাঁর এক একটা শট চন্দ্রাভিযানে যাবে। যে ম্যাচে ৪৬ রানে মুড়িয়ে যায় টিম, সেই ম্যাচে প্রাপ্তি কী থাকতে পারে? দ্বিতীয় ইনিংসে আশ্চর্য প্রত্যাবর্তন ছাড়া আর কিই বা বলা যায়! সরফরাজ খান (Sarfaraz Khan) একদিকে ঝড় তুলেছেন, অন্যদিকে মুড়ি মুড়কির মতো চার ছয়ের বন্যা বইয়ে দিচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এই আগ্রাসী ব্যাটিং দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই স্বস্তি পেল।

হাঁটুর চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করার কথাই নয় তাঁর। নিয়ম দিয়ে কবে আর মাপা গিয়েছে পন্থকে? দ্বিতীয় ইনিংসে নামলেন, বিপক্ষকে ভাঙলেন, আর নিজে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন। ১০৫ বলে ৯৯ করে ফিরলেন ভারতীয় কিপার। এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট টিম কোন দেশ? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হচ্ছে ভারতকে তালিকার সবচেয়ে উপরে রাখতে হবে। পন্থের সেঞ্চুরি না পাওয়া যদি আক্ষেপের হয়, তা হলে এখন থেকেই কপালে ভাঁজ পড়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। চলতি বছরের শেষে অজিদের দেশে যাবে ভারত। এর আগের দুটো সিরিজে পন্থ কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। বিশেষ করে গত সিরিজটাতে তিনিই ফারাক গড়ে দিয়েছিলেন দুই টিমের মধ্যে। চিন্নাস্বামীতে চার-ছয়ের মধ্য দিয়ে পন্থ যেন বলছিলেন – অস্ট্রেলিয়া তৈরি হও, আমি আসছি!

৯০ রানে থাকাকালীন টিম সাউদির ডেলিভারিতে এক দারুণ ছক্কা হাঁকান পন্থ। গ্যালারির উপর দিয়ে বল উড়ে যেতেই খুশিতে মেতে ওঠেন স্ট্যান্ডে থাকা দর্শকরা। অপর প্রান্ত থেকে মুচকি মুচকি হাসতে থাকেন লোকেশ রাহুল। এরপর ৮৯তম ওভারের প্রথম বলে পন্থের উইকেট তুলে নেন উইলিয়াম ও’রুরকি।

এই খবরটিও পড়ুন

চিন্নাস্বামীতে পন্থ-সরফরাজ জুটি ভারতকে এক নতুন রেকর্ডের সামনে এনে ফেলল। ১৯৮৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল ভারত। ৩৮০ রানের লিড ছিল ইংল্যান্ডের। চেন্নাইয়ের মাঠে দ্বিতীয় ইনিংসে সেটা টপকে গিয়েছিল ভারতীয় টিম। এ বার তেমনই এক ঘটনা ঘটল। ৩৯ বছর পর ভারত প্রথম ইনিংসে পিছিয়ে থাকা ৩৫৬ রানের লিড দ্বিতীয় ইনিংসে দুরন্ত ভাবে পেরিয়ে গেল। তার পিছনে দিল্লি-মুম্বইয়ের দুই ছেলে।

দশম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৯৯ রানে আউট হলেন ঋষভ পন্থ। শুধু তাই নয় টেস্টে ৯০-৯৯ রানের মধ্যে ৭ বার আউট হলেন ঋষভ পন্থ। এই তালিকায় শীর্ষে সচিন তেন্ডুলকর। তিনি ১০ বার ৯০-৯৯ রানের মধ্যে আউট হয়েছে। এই তালিকায় সচিনের পর রয়েছেন রাহুল দ্রাবিড় (৯ বার), তারপর পন্থ (৭ বার) এবং তাঁদের পর ধোনি-সেওয়াগ-গাভাসকর (৫ বার ৯০-৯৯ রানে আউট হয়েছেন)।