Rishabh Pant : জিম সেশন শুরু ঋষভের, ২২ গজে কি দ্রুতই প্রত্যাবর্তন?
Rishabh Pant Health Update : ২২ গজ যেমন মিস করছে ঋষভকে, তিনিও তেমন মাঠকে মিস করছেন। ধীরে ধীরে আগের ছন্দে ফেরার চেষ্টা করছেন ঋষভ। তাঁর জিম থেকে শেয়ার করা ছবি তেমনটাই প্রকাশ করে। চিকিৎসকদের তাঁর পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে। ২০২৩ সালে একটি ম্যাচেও খেলা হয়নি পন্থের। চলতি আইপিএলটাও এ বার মিস করলেন তিনি।
নয়াদিল্লি : সুস্থতার পথে ধীরে ধীরে এগিয়ে চলেছেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। গত বছরের শেষে এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। মৃত্যুমুখ থেকে ফিরে এসে এ বার তিনি সুস্থতার পথে এগোচ্ছেন। মাঝে মাঝেই ঋষভ নিজের হেলথ আপডেট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে তিনি রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA)। সেখানেই চলছে তাঁর রিহ্যাব পর্ব। মারাত্মক দুর্ঘটনার পর টিম ইন্ডিয়ার (Team India) তারকা পন্থের একাধিক সার্জারি হয়েছিল। দীর্ঘদিন ওয়াটার থেরাপিও করিয়েছেন তিনি। এ বার পন্থ ফিরলেন নিজের অন্যতম প্রিয় জায়গা, জিমে। নিজের ইন্সটাগ্রামে তার ঝলক তুলে ধরেছেন পন্থ। তিনি জিম সেশন শুরু করায়, ভক্তদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে যে তা হলে কি ২২ গজে দ্রুতই প্রত্যাবর্তন হতে চলেছে পন্থের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দীর্ঘদিন পর জিমে ফিরলেন পন্থ। নিজের জিম সেশনের ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে তুলে ধরেছেন পন্থ। যেখানে দেখা গিয়েছে, এনসিএ-র জিমে এক দেওয়ালে লেখা রয়েছে, ‘ক্রীড়া চরিত্র গঠন করে না, এটি প্রকাশ করে।’
২২ গজ যেমন মিস করছে ঋষভকে, তিনিও তেমন মাঠকে মিস করছেন। ধীরে ধীরে আগের ছন্দে ফেরার চেষ্টা করছেন ঋষভ। তাঁর জিম থেকে শেয়ার করা ছবি তেমনটাই প্রকাশ করে। এর আগে সোশ্যাল মিডিয়ায় ঋষভ ব্যান্ডেজ পায়ে ক্র্যাচ হাতে ভর করে হাঁটার ছবি শেয়ার করেছিলেন। তারপর পুলের মধ্যে ওয়াকিং স্টিক হাতে করে হাঁটার ভিডিয়ো শেয়ার করেছিলেন পন্থ। এ বার তিনি নিজের জিম সেশনের ছবি তুলে ধরলেন। যা থেকে পরিষ্কার যে, তিনি ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছেন। প্রসঙ্গত, সদ্য পন্থ ইন্সটাগ্রামে নিজের ২টি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে তাঁর পরণে লাল জামা ও মাথায় সাদা-কালো রংয়ের এক টুপি। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সফরকালীন আনন্দ খুঁজুন!’ ওই ছবির ক্যাপশনে ঋষভের দিদি সাক্ষী পন্থ ভাইকে মিস করছেন বলে কমেন্ট করেছেন।
View this post on Instagram