Rohit Sharma Records: ছাপিয়ে গেলেন ধোনিকে! এক ম্যাচে একঝাঁক রেকর্ড রোহিত শর্মার
India vs Ireland, ICC MEN’S T20 WC 2024: টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। ৭২ ম্যাচে ৪১টি জিতেছিলেন মাহি। তাঁকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে ৫৫টি ম্যাচে ৪২তম জয় রোহিতের! শুধু তাই নয়, ব্যাটিংয়েও একঝাঁক রেকর্ড গড়লেন বিশ্বকাপের প্রথম ম্যাচেই।
নিউ ইয়র্কে চব্বিশের বিশ্বকাপ যাত্রা শুরু করল ভারতীয় ক্রিকেট দল। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে বোর্ডে মাত্র ৯৭ রানের টার্গেট ছিল। দুর্দান্ত ব্যাটিং করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। যোগ্য সঙ্গ দেন তিনে নামা তরুণ কিপার-ব্যাটার ঋষভ পন্থ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন ক্যাপ্টেন রোহিত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে অধিনায়কের ব্যাটিং পারফরম্যান্স স্বস্তিতে রাখবে ভারতীয় দলকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের জয়ে একাধিক রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ব্যাটার এবং ক্যাপ্টেন হিসেবেও।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। ৭২ ম্যাচে ৪১টি জিতেছিলেন মাহি। তাঁকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে ৫৫টি ম্যাচে ৪২তম জয় রোহিতের! শুধু তাই নয়, ব্যাটিংয়েও একঝাঁক রেকর্ড গড়লেন বিশ্বকাপের প্রথম ম্যাচেই।
বিরাট কোহলিকে নিয়ে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত। লো-স্কোরিং ম্যাচে রান তাড়া অনেক সময়ই কঠিন হয়। বিরাট দ্রুত আউট হওয়ায় সেই আশঙ্কাও ছিল। যদিও রোহিত ও ঋষভ মজবুত জুটি গড়েন। হাফসেঞ্চুরির ইনিংস খেলেন রোহিত শর্মা। আর এই ইনিংসেই একাধিক রেকর্ড। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ৬ মারার রেকর্ড গড়েন রোহিত। এই ম্যাচের আগে ৫৯৭টি ছয় ছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৭ বলে ৫২ রানের ইনিংসে তিনটি ছয় মারেন।
Topping The Charts – the Rohit Sharma way! 🔝
Most Wins as the #TeamIndia captain in Men’s T20Is 👏 👏#T2OWorldCup | #INDvIRE | @ImRo45 pic.twitter.com/V9SyUS0g7t
— BCCI (@BCCI) June 5, 2024
আয়ারল্যান্ডের বিরুদ্ধে রান তাড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক পেরোলেন ধোনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ব্যাটার হিসেবে ৪ হাজারের মাইলফলক পেরোলেন। এর আগে বিরাট কোহলি এবং বাবর আজম এই রেকর্ড গড়েছেন। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তৃতীয় ব্যাটার হিসেবে হাজার রানের মাইলফলকে রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি এবং মহেলা জয়বর্ধনের পর তৃতীয় ব্যাটার হিসেবে হাজারের মাইলফলকে হিটম্যান। ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৫০ প্লাস স্কোরও রোহিতের দখলেই।