India vs Ireland: ঋষভকে হারিয়ে ম্যাচের সেরা ফিল্ডার, ভারতীয় ড্রেসিংরুমে এল এক বালক
T20 World Cup 2024: অন্যান্য বারের মতো অভিনব কায়দায় সেরা ফিল্ডারের মেডেল তুলে দেওয়া হয়েছে জয়ী ক্রিকেটারকে। বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে ভারতের ড্রেসিংরুমে ফিল্ডিং কোচ টি দিলীপ প্রথমে দলের সকলকে শুভেচ্ছা জানান।
কলকাতা: মার্কিন মুলুকে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে মেন ইন ব্লু। একদিকে আইসিসি ইভেন্ট ফিরেছে। তাই ভারতীয় ড্রেসিংরুমেও ফিরেছে সেরা ফিল্ডারকে পুরস্কার দেওয়ার পালা। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তারপর ভারতের ড্রেসিংরুমে প্রথা অনুযায়ী ম্যাচের সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হয়েছে। ভারতের বিশ্বকাপ (T20 World Cup 2024) যাত্রা শুরুর ম্যাচে কে পেলেন সেরা ফিল্ডারের মেডেল?
অন্যান্য বারের মতো অভিনব কায়দায় সেরা ফিল্ডারের মেডেল তুলে দেওয়া হয়েছে জয়ী ক্রিকেটারকে। বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে ভারতের ড্রেসিংরুমে ফিল্ডিং কোচ টি দিলীপ প্রথমে দলের সকলকে শুভেচ্ছা জানান। তারপর তিনি জানান, আইসিসি টুর্নামেন্ট ফেরায় আবার ভারতীয় টিমে সেরা ফিল্ডারের পুরস্কার প্রথাও ফিরল। তিনি আইরিশদের বিরুদ্ধে ম্যাচের সেরা ফিল্ডারের দুই নমিনেশনের নাম বলেন। এক, ঋষভ পন্থ। দুই, মহম্মদ সিরাজ।
দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে ফিরে অনবদ্য পারফর্ম করেছেন ঋষভ পন্থ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থরা ক্যাচ নিয়েছিলেন। উইকেটকিপার ব্যাটার ঋষভ পিছনের দিকে অনেকটা দৌড়ে গিয়ে স্টার্লিংয়ের ক্যাচ নেন। অক্ষর প্যাটেল দুরন্ত কট অ্যান্ড বোল্ড করেন ব্যারি ম্যাকার্থিকে। অবশ্য সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন মহম্মদ সিরাজ। তিনি গ্যারেথ ডেলানিকে রানআউট করেন। সেই সুবাদেই ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার পান সিরাজ।
Guess what’s back 😎
The fielding medal 🏅 for #TeamIndia‘s first match of #T20WorldCup includes an adorable fan moment 🤗
And the medal goes to…🥁
WATCH 🎥🔽 – By @RajalArora | #INDvIREhttps://t.co/TmByZCPBh5
— BCCI (@BCCI) June 6, 2024
যুজবেন্দ্র চাহালের হাত ধরে এক ভারতীয় বংশোদ্ভূত খুদে, যার নাম সুভেক। সে ড্রেসিংরুমে এসে জয়ী (সেরা ফিল্ডারের মেডেল পাওয়া ক্রিকেটার) হিসেবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করেন। তারপর অর্শদীপ সিংয়ের সঙ্গে সে ছবিও তোলে। জানায়, তার বাবা অর্শদীপের ফ্যান। ড্রেসিংরুমে ওই সময় বিরাট, হার্দিক-রোহিতদের হাততালি দিতেও দেখা যায়। প্রথম ম্যাচে পন্থের থেকে সেরা ফিল্ডারের পুরস্কার ছিনিয়ে নিলেন সিরাজ। এ বার দেখার দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ভারত-পাক ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার পান কোন ক্রিকেটার।