David Warner: আউট হতেই মাথা ঘুরল ডেভিড ওয়ার্নারের, অজি ড্রেসিংরুমের জায়গায় যাচ্ছিলেন কোথায়?

T20 World Cup 2024: কেনসিংটন ওভালে ওমানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ডেভিড ওয়ার্নার ৫১ বলে ৫৬ রান করেন। কিন্তু তিনি শেষ অবধি মাঠে থাকতে পারেননি। ১৮.৫ ওভারে ওমানের কলিমুল্লাহ তুলে নেন ওয়ার্নারের উইকেট। তারপর মাঠ ছেড়ে ওয়ার্নার যা করেছেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

David Warner: আউট হতেই মাথা ঘুরল ডেভিড ওয়ার্নারের, অজি ড্রেসিংরুমের জায়গায় যাচ্ছিলেন কোথায়?
David Warner: আউট হতেই মাথা ঘুরল ডেভিড ওয়ার্নারের, অজি ড্রেসিংরুমের জায়গায় যাচ্ছিলেন কোথায়?Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Jun 06, 2024 | 2:10 PM

কলকাতা: ওমানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) সফর শুরু করল অস্ট্রেলিয়া। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে অজিরা। গ্রুপ-বি-এর শীর্ষে এখন মিচেল মার্শের টিম। ওমানের বিরুদ্ধে অজিরা জেতার পর আলোচনায় ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। কেনসিংটন ওভালে ডেভিড ওয়ার্নার ৫১ বলে ৫৬ রান করেন। কিন্তু তিনি শেষ অবধি মাঠে থাকতে পারেননি। ১৮.৫ ওভারে ওমানের কলিমুল্লাহ তুলে নেন ওয়ার্নারের উইকেট। তারপর মাঠ ছেড়ে ওয়ার্নার যা করেছেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর ভুল করে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের জায়গায় অন্য সিঁড়ি দিয়ে উঠছিলেন। সেই সময় অন্য কেউ চিৎকার করে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। এবং জানান, অজি ড্রেসিংরুম অন্য দিকে। ধারাভাষ্যকাররাও বিষয়টি বুঝতে পারন, এবং তা নিয়ে আলোচনা করতে থাকেন।

আউট হওয়ার পর এমনিতেই হয়তো ওয়ার্নারের মাথার মধ্যে অন্যকিছু ঘুরছিল। সেই অবস্থায় তিনি সামনে থাকা ভুল জায়গার সিঁড়ি দিয়ে উঠে পড়েছিলেন। আইসিসির পক্ষ থেকে ইন্সটাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচুর ক্রিকেট খেলেছেন। আমরা তাঁকে ক্ষমা করতেই পারি।’ ওই ভিডিয়োতে ওয়ার্নার কমেন্টে লিখেছেন, ‘এটা হাস্যকর।’

View this post on Instagram

A post shared by ICC (@icc)

উল্লেখ্য, ওমানকে এ বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে হারানোর দিন এক রেকর্ড গড়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখন সর্বাধিক রান ওয়ার্নারের নামে। তিনি ১০৪ ম্যাচে ৩১২১ রান করেছেন। ওয়ার্নার পিছনে ফেলেছেন প্রাক্তন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চকে। তিনি ১০৩ ম্যাচে ৩১২০ রান করেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ১০৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৪৬৮ রান করেছেন।