Babar Azam: আগে শুনতাম, এখন… ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তর সইছে না বাবর আজমের

T20 World Cup 2024: রবিবার বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে মোট ৮ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান। তাতে মাত্র ১ বারই জয়ের মুখ দেখেছে গ্রিন আর্মি। দুই দলের এক সাক্ষাতের কোনও ফল হয়নি। আর বাকি ৬টি ম্যাচ জেতে মেন ইন ব্লু। এ বছরের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক সাক্ষাতের ফল কি হবে?

Babar Azam: আগে শুনতাম, এখন... ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তর সইছে না বাবর আজমের
আগে শুনতাম, এখন... ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তর সইছে না বাবর আজমেরImage Credit source: AFP
Follow Us:
| Updated on: Jun 08, 2024 | 5:11 PM

কলকাতা: ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সফর শুরু হয়েছে। আজ লক্ষ্মীবার ভারতীয় সময় অনুসারে রাত ৯টায় বিশ্বকাপ সফর শুরু করবে পাকিস্তান। বাবর আজমের (Babar Azam) টিম কি পারবে ভারতের মতো জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে? বাবরের গ্রিন আর্মির আজ প্রতিপক্ষ আমেরিকা। যে আমেরিকা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়েছিল। পাকিস্তানের এই ম্যাচ হওয়ার পর ফোকাস ভারতের বিরুদ্ধে রবিবারের ম্যাচে। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে রবিবার ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। তার আগে পাক নেতা বাবর জানালেন, এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে তাঁর ভাবনা।

পাক ক্যাপ্টেন বাবর আজ টি-২০ বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বলেছেন, ‘যখন থেকে আমি ক্রিকেট খেলা শুরু করেছি, এই ম্যাচ নিয়ে শুনে আসছি। তবে মাঠের মধ্যে আমি কখনও এটা অনুভব করিনি। একটা আলাদা অভিজ্ঞতা অবশ্যই। পুরো দুনিয়া এই ম্যাচটার অপেক্ষায় থাকে। আমরা এই ম্যাচটা বেশ উপভোগ করি। আসল বিষয় হল, ক্রিকেটটা উপভোগ করা। প্রতিদ্বন্দ্বিতা তো থাকেই। উত্তেজনাও থাকে।’

এরপরই বাবর জানান, এই ম্যাচের একটা আলাদাই চাপ থাকে। তিনি বলেন, ‘এই ম্যাচের চাপ আলাদাই হয়। স্নায়ুকে নিয়ন্ত্রণে রাখতে হয়। অভিজ্ঞতা থেকে শেখা যায়। যত বেশি খেলা যায়, তত বেশি শেখা যায়। ভারত-পাকিস্তান ম্যাচে কঠিন পরিস্থিতিতে কী ভাবে চাপ সামলাতে হয়, এটা আগে শুনতাম। এখন খেলছি। একটা আলাদা আমেজ থাকে। অবশ্যই বড় ম্যাচ। আর সব সময় এই ম্যাচ উপভোগ করি।’

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে মোট ৭ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান। তাতে মাত্র ১ বারই জয়ের মুখ দেখেছে গ্রিন আর্মি। একটি ম্যাচ টাই হয়েছিল। আর বাকি ৫টি ম্যাচ জেতে মেন ইন ব্লু। এ বছরের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক সাক্ষাতের ফল কি হবে? দুই টিমের সমর্থকরা চাইছেন, তাঁদের প্রিয় দল যেন জেতে।