AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs WI: ক্যারিবিয়ানদের উড়িয়ে দিল ভারত, টেস্ট ক্রিকেটে গিল জমানার ‘শুভ শুরুয়াত’

IND beat WI in Test Series: টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন পঞ্জাবের ছেলে। প্রথম টেস্টে বড্ড একপেশে ও ভারতের দাপুটে জয় দেখা গিয়েছিল। আর দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ লড়াই করল, কিন্তু গৌতম গম্ভীরের ছেলেদের আটকে দিতে পারল না।

IND vs WI: ক্যারিবিয়ানদের উড়িয়ে দিল ভারত, টেস্ট ক্রিকেটে গিল জমানার 'শুভ শুরুয়াত'
ক্যারিবিয়ানদের উড়িয়ে দিল ভারত, টেস্ট ক্রিকেটে গিল জমানার 'শুভ শুরুয়াত'Image Credit: BCCI
| Updated on: Oct 14, 2025 | 2:09 PM
Share

কলকাতা: ভারতের টেস্ট ক্রিকেট টিম নিরাপদ জায়গাতে রয়েছে। এমনটাই বলাবলি করছেন ক্রিকেট মহলের অনেকে। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর টিম ইন্ডিয়ার টেস্ট টিমের নেতৃত্বের দায়িত্ব পান শুভমন গিল। এ বার টেস্ট ক্রিকেটে ভারতের ক্যাপ্টেন শুভমন গিলের (Shubman Gill) জমানার শুভ শুরুয়াত হল। দেশের মাটিতে গিলের ভারত ক্যারিবিয়ানদের ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল। এই সিরিজ জয় ভারতীয় দলের জন্য যতটা গুরুত্বপূর্ণ, গিলেও জন্য ততটাই বিশেষ। কারণ, টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন পঞ্জাবের ছেলে। প্রথম টেস্টে বড্ড একপেশে ও ভারতের দাপুটে জয় দেখা গিয়েছিল। আর দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ লড়াই করল, কিন্তু গৌতম গম্ভীরের ছেলেদের আটকে দিতে পারল না।

দিল্লি টেস্টের পঞ্চম দিন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৮ রান। ছিল ৯ উইকেট। জয় যে কঠিন ছিল না, তা বলার অপেক্ষা রাখে না। সকলের নজর ছিল লোকেশ রাহুল ও সাই সুদর্শনের জুটিই এই জয় দলকে এনে দেয় কি না সেদিকে। সাই যদিও সেটা পারেননি। বড় শট খেলতে গিয়ে চেজের বলে হোপের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সাই (৩৯)। যার ফলে নামতে হয় ভারত অধিনায়ক শুভমনকে। ১৩ রান করে ফেরেন তিনি। তাঁর উইকেটটিও গিয়েছে চেজের খাতায়। পঞ্চম দিন ২ উইকেট হারালেও রাহুলকে টলাতে পারেননি ক্যারিবিয়ান বোলাররা। তিনি শেষে ধ্রুব জুরেলের সঙ্গে জুটি বাঁধেন। শেষ অবধি ৫৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল। ধ্রুব করেন ৬*। ৭ উইকেটে জয় ভারতের। সেইসঙ্গে ২ টেস্টের সিরিজেও ভারত জিতে যায়। ম্যাচের সেরা ৮ উইকেট নেওয়া কুলদীপ যাদব। আর সিরিজ সেরা ১০৪ রান করা ও ৮ উইকেট নেওয়া রবীন্দ্র জাডেজা।

এই সিরিজের প্রথম টেস্টে ভারত এক ইনিংস ও ১৪০ রানের ব্যবধানে জিতেছিল। এরপর দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রানে ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। ওপেনার যশস্বী করেন ১৭৫ রান। গিল ১২৯ রানে অপরাজিত থাকেন। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ ২৪৮ রানে প্রথম ইনিংস শেষ করে। এর পর ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করায় ভারত।

দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ লড়াই করে। ওপেনার জন ক্যাম্পবেল ১১৫ রানের ইনিংস উপহার দেন। এবং শাই হোপ করেন ১০৩ রান। তাতে অবশ্য শেষরক্ষা হয়নি। ভারতের জয়ের টার্গেট ছিল ১২১। ম্যাচ গড়ায় পঞ্চম দিনে। সেখানে এক ঘণ্টাতেই ম্যাচ বের করে নেয় টিম ইন্ডিয়া।