Sikandar Raza: সিকান্দারের রাজকীয় রেকর্ড, আজ কি বিরাট-রোহিতদেরও ধরাছোঁয়ার বাইরে চলে যাবে!
Sikandar Raza World Record: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চারটি হাফসেঞ্চুরির রেকর্ড সিকান্দার রাজা ছাড়াও করেছিলেন নিউজিল্যান্ডের ব্রেন ম্যাকালাম, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, নামিবিয়ার ক্রেগ উইলিয়ামস, কানাডার রায়ান পাঠান, ফ্রান্সের গুস্তাভ ম্যাকন এবং দক্ষিণ আফ্রিকার রিজা হেন্ড্রিক্স। সকলকে ছাপিয়ে টানা পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরির রেকর্ড সিকান্দার রাজার দখলে। আরও দুটো এমন ইনিংস খেললে, এই রেকর্ড ধরাছোঁয়ার বাইরেও চলে যেতে পারে!

কলকাতা: রাজকীয় রেকর্ডই বলা যায়। জিম্বাবোয়ের অলরাউন্ডার এমনই রেকর্ড গড়লেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে এই রেকর্ড সিকান্দারের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছন সিকান্দার। ৪২ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জিম্বাবোয়ের এই ক্রিকেটার। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা বিশ্বরেকর্ড। সিরিজে এখনও দুটি ম্যাচ বাকি। সিকান্দার যে ফর্মে রয়েছেন, তাতে সংখ্যাটা বাড়তেই পারে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে। সিকান্দার রাজা অবশ্য বিধ্বংসী ফর্মে ছিলেন। গত নভেম্বরে বিশ্বকাপের আফ্রিকা অঞ্চল যোগ্যতা অর্জন পর্বে শেষ চারটি ম্যাচে হাফসেঞ্চুরির ইনিংস খেলেছিলেন সিকান্দার রাজা। তখনই হয়তো এই রেকর্ড হয়ে যেত। তার আগের ম্যাচে ৪৮ রানেই আউট হয়েছিলেন। এরপর টানা চারটি হাফসেঞ্চুরি করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই রেকর্ড পূর্ণ হল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চারটি হাফসেঞ্চুরির রেকর্ড সিকান্দার রাজা ছাড়াও করেছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, নামিবিয়ার ক্রেগ উইলিয়ামস, কানাডার রায়ান পাঠান, ফ্রান্সের গুস্তাভ ম্যাকন এবং দক্ষিণ আফ্রিকার রিজা হেন্ড্রিক্স। সকলকে ছাপিয়ে টানা পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরির রেকর্ড সিকান্দার রাজার দখলে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এরপর আরও একটি ম্যাচ বাকি। আরও দুটো এমন ইনিংস খেললে, এই রেকর্ড বিরাট-রোহিতই শুধু নয়, যে কারও ধরাছোঁয়ার বাইরেও চলে যেতে পারে!





