IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ‘বাজবল’ খেলতে চান শ্রেয়স!
Shreyas Iyer, India vs England: টি-টোয়েন্টি টিম থেকে বাদ পড়েছেন। বিশ্বকাপে সুযোগ মিলবে কিনা নিশ্চিত নয়। শ্রেয়স বর্তমান নিয়েই থাকতে চান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ পেলে পরিকল্পনা কী হবে? শ্রেয়সের কথায়, 'আমি একটা ম্যাচ ধরে এগতে চাই। আপাতত দু-ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা হয়েছে। সুযোগ পেলে প্রথম দু-ম্যাচে পারফর্ম করাই লক্ষ্য থাকবে। বল ছাড়াটা আমার কাছে একঘেয়ে। অ্যাটাকিং ক্রিকেটেই মনোসংযোগ করব।'

কলকাতা: দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে খুব একটা সুবিধে করতে পারেননি শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। আপাতত প্রথম দু-ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রয়েছেন শ্রেয়স। কিন্তু একাদশে জায়গা মিলবে কিনা, এই নিয়ে প্রবল ধোঁয়াশা। দক্ষিণ আফ্রিকায় কিপিং করেছিলেন লোকেশ রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেশালিস্ট কিপারই খেলাবে টিম ম্যানেজমেন্ট। রাহুল খেলবেন ব্যাটার হিসেবে। এরপর শ্রেয়সের জায়গা পাওয়া কঠিন। যদিও শ্রেয়স আইয়ার আশাবাদী এই সিরিজ নিয়ে। আর কী বলছেন…বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই রঞ্জি ট্রফিতে নেমে পড়েন শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের ১০ উইকেটে জয়ে ব্যাটিংয়ের খুব বেশি সুযোগ হয়নি। একশো স্ট্রাইকরেটে ৪৮ রান করেছেন শ্রেয়স। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে পাঁচে নেমে এই ইনিংস খেলেছেন শ্রেয়স। শর্ট বলের বিরুদ্ধে তাঁর যে দুর্বলতা রয়েছে, বারবার সেটা ধরা পড়েছে। রঞ্জিতে অনেকটাই শুধরে নিয়েছেন। অন্ধ্রর বিরুদ্ধে ইনিংসে ৭৫ শতাংশ রান এসেছে লেগ সাইডে। সাতটি বাউন্ডারির মধ্যে একটি মাত্র অফ সাউডে। শর্ট পিচেও অস্বস্তিতে পড়েননি। নির্দ্বিধায় পুল শট খেলেছেন। টেস্ট ক্রিকেটেও এই মানসিকতা নিয়েই ব্যাট করতে চান, পরিষ্কার করে দিলেন শ্রেয়স।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, ‘পরিস্থিতি যেমনই হোক, আমি আক্রমণাত্মক ব্যাটিংই করব। কেউ যদি নেগেটিভ বোলিং করে সুরক্ষিত থাকতে চায়, নিজের মানসিকতা বদলাব না।’ ম্যাচের বেশ কিছু মুহূর্তে শর্টপিচে বিব্রত করার চেষ্টা হয়েছে। শ্রেয়স বলছেন, ‘আমার কোনও সমস্যা নেই।’
টি-টোয়েন্টি টিম থেকে বাদ পড়েছেন। বিশ্বকাপে সুযোগ মিলবে কিনা নিশ্চিত নয়। শ্রেয়স বর্তমান নিয়েই থাকতে চান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ পেলে পরিকল্পনা কী হবে? শ্রেয়সের কথায়, ‘আমি একটা ম্যাচ ধরে এগতে চাই। আপাতত দু-ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা হয়েছে। সুযোগ পেলে প্রথম দু-ম্যাচে পারফর্ম করাই লক্ষ্য থাকবে। বল ছাড়াটা আমার কাছে একঘেয়ে। অ্যাটাকিং ক্রিকেটেই মনোসংযোগ করব।’





