Mamata Banerjee: রাজ্য় জুড়ে রামনবমীর প্রস্তুতির আবহেই ওষুধ নিয়ে পথে নামার ডাক মমতার
Mamata Banerjee: গত ১ এপ্রিল থেকে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় ৯০০টি ওষুধের দাম বেড়েছে দেশে। সেই ইস্যুতেই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: রাজ্য়ে রামনবমী নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। আগামী রবিবার রামনবমীতে কোথায় কার নেতৃত্বে মিছিল হবে, তা ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পুলিশের সব ছুটি বাতিল করে দিয়েছে রাজ্য। এই আবহেই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন তিনি। প্রতিবাদে পথে নামার ডাকও দিয়েছেন।
প্রায় ৯০০টি ওষুধের দাম বাড়ানো হয়েছে গত ১ এপ্রিল থেকে। তারপরই এদিন মমতা বলেন, “আমি একটা ব্যাপারে খুব শঙ্কিত, দুঃখিত এবং আমি মর্মাহত। গরিব মানুষ যাতে নায্য মূল্যের জিনিস পায়, সেটা জরুরি। খাদ্য, বস্ত্র, বাসস্থান হল মূল ভিত্তি।”
এরপরই ওষুধের দাম কতটা বেড়েছে, সে কথা উল্লেখ করেন মমতা। মমতা উল্লেখ করেন, কোলেস্টেরলের ট্যাবলেট প্রায় ৮০ শতাংশ মানুষকে খেতে হয়। তার দাম ৩১ শতাংশ বেড়ে গিয়েছে। হার্টের অসুখ নিয়ন্ত্রণ করতে যে ওষুধ খেতে হয়, তার দাম বেড়েছে ৫৭.৯ শতাংশ বা ২৮.৩ শতাংশ। কোনও ওষুধের দাম বেড়েছে ৪৫.৫ শতাংশ। প্রেসারের ওষুধের দাম ১৯ শতাংশ বেড়েছে।
মমতা বলেন, “সাধারণ মধ্যবিত্তের কথা ভাবছে না কেন্দ্র। তীব্র প্রতিবাদ করছি। মূল্যবৃদ্ধি তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।” সেই ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৪ ও ৫ এপ্রিল পথে নামার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ব্লকে ব্লকে মিছিল করার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, “রামনবমীর দিন আমরা কোনও মিছিল করতে চাই না। তাই শনিবার ও রবিবার মিছিল হবে।”
স্বাস্থ্যবিমায় জিএসটি নিয়েও এদিন সরব হন মমতা। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যবিমা থেকে জিএসটি তুলে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বারবার বলেছি।





