Smriti Mandhana: ওয়ান ডে বিশ্বকাপের আগে ফের শীর্ষে স্মৃতি মান্ধানা
ICC ODI Ranking: ব্য়াটাররা অবশ্য বোর্ডে যথেষ্ট রানই করেছিল। কিন্তু বোলিং এবং বিশেষ করে ফিল্ডিং একেবারেই ভালো হয়নি। মূলত ফিল্ডিংয়ের জন্যই হার। ব্যাট হাতে বড় স্কোর গড়েছিলেন স্মৃতি মান্ধানা। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে তার প্রভাব দেখা গেল।

সামনেই ওয়ান ডে বিশ্বকাপ। মেয়েদের ওডিআই বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ গুয়াহাটিতে। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। যদিও শুরুটা ভালো হয়নি। প্রথম ওয়ান ডে-তে অস্ট্রেলিয়ার কাছে হার। ব্য়াটাররা অবশ্য বোর্ডে যথেষ্ট রানই করেছিল। কিন্তু বোলিং এবং বিশেষ করে ফিল্ডিং একেবারেই ভালো হয়নি। মূলত ফিল্ডিংয়ের জন্যই হার। ব্যাট হাতে বড় স্কোর গড়েছিলেন স্মৃতি মান্ধানা। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে তার প্রভাব দেখা গেল। ফের শীর্ষে ভারতের ওপেনার স্মৃতি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে বিধ্বংসী শুরু করেছিলেন স্মৃতি। মাত্র ৬৩ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন। মাঝে ইংল্যান্ড ক্য়াপ্টেন ন্যাট সিবার ব্রান্টের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন। পুনরায় শীর্ষস্থান দখল করলেন স্মৃতি। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বেথ মুনিও প্রথম ম্যাচে ভালো পারফর্ম করেছিলেন। তিন ধাপ উঠে পঞ্চম স্থানে মুনি।
কেরিয়ারে এই নিয়ে চতুর্থ বার আইসিসি ক্রমতালিকায় শীর্ষে ভারতের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা। প্রথম বার ২০১৯ সালে। শেষ বার গত জুলাইতে। ভারতীয় ব্যাটারদের মধ্যে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর দ্বাদশ স্থানে রয়েছেন। এ ছাড়া টপ ২০-তে রয়েছেন জেমাইমা রডরিগজ (১৫তম)। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার সোফি এক্লেস্টন। সেরা দশে ভারতের একমাত্র প্রতিনিধি অলরাউন্ডার দীপ্তি শর্মা।
ওয়ান ডে বিশ্বকাপের আগে স্মৃতির এই উত্তরণ ভারতীয় ক্রিকেটারদের বাড়তি প্রেরণা জোগাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানো সম্ভব। আগামী কাল অর্থাৎ বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ।
