AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: বিশ্বস্ত সৈনিকদের নিয়ে সিএবিতে পছন্দের টিম বানালেন মহারাজ

Sourav Ganguly Become CAB President: মহারাজের এই পদক্ষেপেই সিএবি-তে ধোপে টিকল না বিরোধীপক্ষ। নিজে এলেন শুধু নয়, পছন্দের প্যানেল তৈরি করে বসলেন মসনদে। আগামী এক বছরে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ইডেনে। টি-২০ বিশ্বকাপ তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য।

Sourav Ganguly: বিশ্বস্ত সৈনিকদের নিয়ে সিএবিতে পছন্দের টিম বানালেন মহারাজ
Image Credit: FACEBOOK
| Edited By: | Updated on: Sep 14, 2025 | 9:53 PM
Share

কলকাতা: বঙ্গ ক্রিকেটে দ্বিতীয় ইনিংস শুরু করলেন মহারাজ। গত কয়েক মাস ধরেই সিএবি নির্বাচনের পারদ চড়ছিল। তবে যত গর্জাল, তত বর্ষাল না। একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথাকথিত ‘বিরোধীদের’ ক্লিন সুইপ মহারাজের। ঠিক যেন বাপি বাড়ি যা স্টাইলেই বিরোধীদের মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। যদিও সৌরভের বিরোধী পক্ষ হিসেবে কেউই কখনও সামনে আসেনি। তবে ময়দানে ভাসছিল সিএবি নির্বাচনের অঙ্ক। রবিবার মনোনয়ন জমা দেওয়ার পর সৌরভ তো বলেই দিলেন, ‘সিএবি তে কোনও বিরোধী নেই।’ আবার এটাও বললেন, ‘দেড় বছর ধরে নির্বাচন লড়েছি। বাঁকুড়া, বীরভূম একাধিক জেলায় গিয়েছি।’ মহারাজের এই পদক্ষেপেই সিএবি-তে ধোপে টিকল না বিরোধীপক্ষ। নিজে এলেন শুধু নয়, পছন্দের প্যানেল তৈরি করে বসলেন মসনদে। আগামী এক বছরে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ইডেনে। টি-২০ বিশ্বকাপ তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য।

শীর্ষ পদাধিকারী ছাড়াও অ্যাপেক্সেও প্যানেল বেছে নিলেন সৌরভ। সামনে একাধিক আকর্ষণীয় আর আন্তর্জাতিক ম্যাচ ইডেনে। সেটাকে মাথায় রেখেই একেবারে কর্পোরেট কায়দায় পেশাদার টিম গড়লেন সৌরভ। সিএবির নতুন টিমে প্রত্যেকে নিজেদের আস্থা তৈরি করতে প্রস্তুত।

অ্যাপেক্স কাউন্সিলে এলেন সৌমেন্দু চট্টোপাধ্যায় আর সুরজিৎ লাহিড়ী (জ্যাক)। মহারাজের দুই অন্যতম বিশ্বস্ত সৈনিক। ঝকঝকে চেহারা, চলাফেরায় কর্পোরেট ছোঁয়া। মেসারার্স ক্লাবের প্রতিনিধি হয়ে সিএবিতে এলেন সৌমেন্দু চট্টোপাধ্যায়। আর বাণী নিকেতন ক্লাবের প্রতিনিধি হয়ে অ্যাপেক্সে এলেন সুরজিৎ লাহিড়ী। সৌরভ বরাবরই নিজের কোর টিমে বিশ্বাসী। পছন্দের প্যানেলেও বেছে নিলেন সৌমেন্দু, সুরজিৎকে। টিম সৌরভের দুই বিশ্বাসযোগ্য কর্তা।

কোষাধ্যক্ষ পদে এলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস। বাল্যবন্ধু ও দীর্ঘদিনের সহযোদ্ধার উপরেও আস্থা দেখালেন সৌরভ।

নতুন সচিব বাবলু কোলেকেও অনেক আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহারাজ। সেটাও রাখলেন। দীর্ঘ কয়েক দশক ধরে সিএবির সঙ্গে যুক্ত নিশীথরঞ্জন (অনু) দত্তকেও সহ সভাপতি পদে এনে তাঁকে যথাযথ সম্মান দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। যুগ্মসচিব মদনমোহন ঘোষও বঙ্গ ক্রিকেটের অতি পরিচিত মুখ।

অ্যামেচার ক্লাব থেকে সিএবির অ্যাপেক্স কাউন্সিলে এলেন নীলাঞ্জনা বসু। একদা সিএবির দুঁদে কর্তা চিত্রক মিত্রর কন্যা ও বর্তমান মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুর স্ত্রী নীলাঞ্জনা। নন প্লেইং ক্রিকেটার হিসেবে প্রথম কোনও মহিলা এলেন সিএবির অ্যাপেক্সে। সিএবির স্টেডিয়াম কমিটিতে ছিলেন নীলাঞ্জনা।

সিএবির অ্যাপেক্সে মোহনবাগান ক্লাব থেকে এলেন সৌমিক বসু (টুবলাই)। আইএফএ-র প্রাক্তন সচিব জয়দীপ মুখোপাধ্যায় এলেন অ্যাপেক্সে। জোড়াবাগান ক্লাবের কর্তা এক বছরের মধ্যেই সিএবিতে এসে মহারাজের আস্থা অর্জন করে ফেলেছেন। এছাড়া বাকি সদস্য: বিবেক লোহিয়া, গৌতম গোস্বামী, রবি টোডি, আশিস চক্রবর্তী, কৌশিক মুখোপাধ্যায় আর নবরতন ঝাওয়ার।