Rohit Sharma: ‘আর ভাবছি না…’, শ্রীলঙ্কা সিরিজের আগে বলছেন ক্যাপ্টেন রোহিত শর্মা

India vs Sri Lanka ODI Series: গৌতম গম্ভীরের সঙ্গে খেলেছেন। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ হিসেবেও। এ বার গম্ভীরের কোচিংয়ে নতুন জার্নি শুরু হতে চলেছে রোহিতের। বিরাট কোহলির মতো তিনিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। দুই ফরম্যাটেও অধিনায়ক হিসেবে ছাপ রেখে যেতে চান রোহিত।

Rohit Sharma: 'আর ভাবছি না...', শ্রীলঙ্কা সিরিজের আগে বলছেন ক্যাপ্টেন রোহিত শর্মা
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 01, 2024 | 6:46 PM

এক মাসের কিছুটা বেশি সময়। রেশ এখনও রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তার আগের অধ্যায়টাও ভুলে যাওয়ার মতো নয়। গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ ছিল। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে ভারতীয় দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। এরপর আর ওয়ান ডে ফরম্যাটে খেলেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিই। তার প্রস্তুতি শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ থেকেই। কাল শুরু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ক্যাপ্টেন রোহিত শর্মা যা বলছেন…।

টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেশ দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে থাকলেও এর থেকে বেরোতে চান রোহিত। তাঁর নজর সামনে। সদ্য ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই গম্ভীর অধ্যায় শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে। এ বার রোহিত-বিরাটদের নিয়ে ওয়ান ডে সিরিজে নজর গম্ভীরের। ক্যাপ্টেন রোহিত শর্মা এ দিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘একটা লম্বা বিরতি কাটিয়ে ফিরছি। বিশ্বকাপ জয়ের পর দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছিল। দেশে ফেরার পর দিল্লি-মুম্বইতে সেলিব্রেশন হয়েছে। তবে সবটাই আপাতত অতীত। আমাদের এগিয়ে যেতে হবে।’

গৌতম গম্ভীরের সঙ্গে খেলেছেন। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ হিসেবেও। এ বার গম্ভীরের কোচিংয়ে নতুন জার্নি শুরু হতে চলেছে রোহিতের। বিরাট কোহলির মতো তিনিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। দুই ফরম্যাটেও অধিনায়ক হিসেবে ছাপ রেখে যেতে চান রোহিত। নতুন সফর শুরুর আগে বলছেন, ‘অতীতে যা সাফল্য পেয়েছি, সবটাই একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল। সময় এগিয়ে যায়। আমাদেরও এগিয়ে যেতে হবে।’

রাহুল দ্রাবিড়ের পর কোচ গম্ভীরের সঙ্গে সফর। দ্রাবিড়ের কোচিংয়ে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে উঠেছিলেন। গম্ভীরের কোচিংয়ে পরিস্থিতি একটু হলেও আলাদা হবে স্বীকার করে নিলেন রোহিত। বলছেন, ‘গৌতম গম্ভীর প্রচুর খেলেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গেও যুক্ত ছিল। নিশ্চিতভাবেই এ বার সব কিছু একটু হলেও ভিন্ন হবে। রবি শাস্ত্রী ছিল, রাহুল দ্রাবিড়ও। প্রত্যেকের কাজের স্টাইল আলাদা।’