Smriti on Virat: ‘আমি ট্রফি জিতলেও,’ কিং কোহলিকে নিয়ে বিরাট বার্তা স্মৃতি মান্ধানার
IPL 2024, RCB: বিরাট কোহলি এবং স্মৃতি মান্ধানা। দু-জনেরই জার্সি নম্বর ১৮। আরসিবি সমর্থকদের দুই প্রিয় ক্রিকেটার। স্মৃতি-বিরাটও পরস্পরকে শ্রদ্ধা করেন। উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আরসিবি টিম বেঙ্গালুরুতে ফিরেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ এবং উইনিং টিমের অন্যান্য সদস্যরা। সেখানেই স্মৃতিকে নানা প্রশ্ন করা হয়। কোহলিকে নিয়ে বিরাট বার্তাও দেন স্মৃতি মান্ধানা।
জার্সি ১৮ কলিং জার্সি নম্বর ১৮। রবিবার রাতে এমন দৃশ্য ক্রিকেট প্রেমীদের মন জয় করেছিল। বিশেষ করে বলতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সমর্থকদের কথা। ট্রফি খরা মিটেছে আরসিবির। তবে সেটা আইপিএলে নয়। ২০০৮ সালে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তারকা সমৃদ্ধ দল গড়েও ট্রফি জিততে ব্যর্থ আরসিবি। রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বিরাট কোহলির মতো ক্যাপ্টেন পেয়েছে আরসিবি। যদিও ট্রফির অপেক্ষা মেটেনি।
উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে লিগ পর্বেই বিদায় নিয়েছিল আরসিবি। দ্বিতীয় মরসুমে চ্যাম্পিয়ন। স্মৃতি মান্ধানার নেতৃত্বে ট্রফির তৃষ্ণা মিটেছে আরসিবির। বিরাট কোহলি এখন আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন নন। তবে আরসিবি শিবিরে কিং কোহলি বরাবরই লিডার। উইমেন্স টিম চ্যাম্পিয়ন হতেই কিং কোহলির ভিডিয়ো কল। কথা বলেন স্মৃতি মান্ধানার সঙ্গে। অতীতে ড্রেসিংরুমে স্মৃতিদের পেপটকও দিয়েছেন বিরাট। অনেকেই বলছেন, ট্রফি কী ভাবে জিততে হয়, এ বার কি স্মৃতিই পেপটক দেবেন বিরাটদের?
বিরাট কোহলি এবং স্মৃতি মান্ধানা। দু-জনেরই জার্সি নম্বর ১৮। আরসিবি সমর্থকদের দুই প্রিয় ক্রিকেটার। স্মৃতি-বিরাটও পরস্পরকে শ্রদ্ধা করেন। উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আরসিবি টিম বেঙ্গালুরুতে ফিরেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ এবং উইনিং টিমের অন্যান্য সদস্যরা। সেখানেই স্মৃতিকে নানা প্রশ্ন করা হয়। কোহলিকে নিয়ে বিরাট বার্তাও দেন স্মৃতি মান্ধানা।
স্মৃতিরা WPL জিতেছেন। বিরাট কোহলিও কি প্রথম আইপিএল জয়ের স্বাদ পাবেন? স্মৃতিকে এই প্রশ্ন করতেই বলেন, ‘আমি আগেও বলেছি, ট্রফি জেতা আলাদা বিষয়। তবে আর একজন ১৮ নম্বর জার্সির ব্যক্তি দেশের জন্য যা কীর্তি গড়েছে, সেটা অনেক অনেক বেশি কৃতিত্বের। আমার মনে হয় না, আমাদের মধ্যে কোনও তুলনা আসতে পারে। আমার কেরিয়ার এবং তিনি কেরিয়ারে যা সাফল্য পেয়েছেন, সেটা অনেক বেশি।’