IPL 2024: ধোনির থেকেও ভালো ক্যাপ্টেন রোহিত… আইপিএলের ঠিক আগে চমকে দেওয়া তথ্য!
MS Dhoni-Rohit Sharma: ভারতীয় ক্রিকেটে ধোনির থেকেও ভালো ক্যাপ্টেন কেউ কি হতে পারেন? এই যুক্তি কেউই মানবেন না। মাহির পর ভারতের নেতা হয়েছেন বিরাট কোহলি। কিন্তু তিনি বিশ্বকাপ জেতাতে পারেননি। তাঁর পর দায়িত্ব নিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপ জেতাতে না পারলেও টিমকে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন। তাঁর ক্যাপ্টেন্সিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত।
কলকাতা: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। দুটো বিশ্বকাপ পকেটে। মোট তিনটে আইসিসি ট্রফি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাকি কাজটা ধোনিই সেরেছেন। ভারতীয় ক্রিকেটে ধোনির থেকেও ভালো ক্যাপ্টেন কেউ কি হতে পারেন? এই যুক্তি কেউই মানবেন না। মাহির পর ভারতের নেতা হয়েছেন বিরাট কোহলি। কিন্তু তিনি বিশ্বকাপ জেতাতে পারেননি। তাঁর পর দায়িত্ব নিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপ জেতাতে না পারলেও টিমকে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন। তাঁর ক্যাপ্টেন্সিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। তাতেও হার। সেই রোহিতই নাকি ধোনির থেকেও ভালো ক্যাপ্টেন। আইপিএলের আগে কে দিচ্ছেন এমন চমকে দেওয়া তথ্য? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইনি পার্থিব প্যাটেল। ভারতের প্রাক্তন উইকেট কিপার বলে দিয়েছেন, ‘সেরা উদাহরণ হিসেবে বলতে পারি, মুম্বই ইন্ডিয়ান্স দুটো আইপিএল জিতেছে মাত্র ১ রানে। এটা সম্ভবই হত না, যদি না টিমের ক্যাপ্টেন মাঠে অসম্ভব ঠান্ডা মাথায় থাকত। যে কোনও টেনশনের ম্যাচে ভুল সিদ্ধান্ত যে কেউ নেয়। কিন্তু রোহিত শর্মার গত ১০ বছরের ক্যাপ্টেন্সি দেখুন, ও কখনও বাচ্চা ছেলের মতো ভুল করেছে, মনেই করতে পারবেন না।’
ঘটনা হল, এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নেতা হিসেবে আর রোহিতকে দেখা যাবে না। তাঁর বদলে হার্দিক পান্ডিয়াকে করা হয়েছে নতুন নেতা। তাও ধোনির সঙ্গে তুলনা হচ্ছে রোহিতের। পার্থিবের যুক্তি, ‘এমনকি ধোনি পর্যন্ত চাপের ম্যাচে ভুল করে। পবন নেগিকে কঠিন পরিস্থিতিতে ও বল করতে দিয়েছে। কিন্তু রোহিতকে এমন কোনও ভুল করতে দেখবেন না। ধোনি সব সময় সহজ করে ভাবতে বলে। রোহিত সেটাই মাঠে তুলে ধরার চেষ্টা করে।’
ধোনি যেমন একের পর এক প্লেয়ার তুলে এনেছেন, রোহিতও তাই করেছেন। জসপ্রিত বুমরা, হার্দিক পান্ডিয়ার মতো তরুণদের তাঁর হাত ধরেই উত্থান হয়েছিল। পার্থিব বলছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রোহিত সব সময় ওর প্লেয়ারদের পাশে থাকে। হার্দিক আর বুমরাই তার সবচেয়ে বড় উদাহরণ। ওরাই মুম্বই থেকে উঠে এসেছিল। বুমরার শুরুর দিকে তেমন ভালো পারফরম্যান্স ছিল না। তাও রোহিত ওর উপর আস্থা রেখেছিল। তার ফল পেয়েছে টিম। একই ঘটনা কিন্তু হার্দিকের ক্ষেত্রেও ঘটেছিল।’