Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

U19 T20 Women’s World Cup: শেফালির নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, আজ শুরু অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপ

আইসিসি অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। অর্থাৎ, আজ শনিবার থেকে। টুর্নামেন্টে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন শেফালি ভার্মা। আজ, বিশ্বকাপের উদ্বোধনের দিন ভারত অভিযান শুরু করছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

U19 T20 Women's World Cup: শেফালির নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, আজ শুরু অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2023 | 9:15 AM

দক্ষিণ আফ্রিকায় বসেছে এ বারের আইসিসি অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপ (U19 T20 Women’s World Cup)। আজ, শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। মুখোমুখি সংযুক্ত আরব আমিরশাহি ও স্কটল্যান্ড। ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন সিনিয়র টিমের হয়ে খেলা ১৮ বছরের ডানহাতি ব্যাটার শেফালি ভার্মা (Shefali Verma)। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর উইমেন ইন ব্লু। মোট ১৬টি দল। যাদের চারটি ভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। ভারতীয় দল গ্রুপ ডি-তে রয়েছে যেখানে বাকি তিনটি দল হল আয়োজক দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি। ভারতীয় সময় বিকেল ৫.১৫ থেকে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ম্যাচ শুরু হবে। বিশ্বকাপ নিয়ে বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

প্রথম মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতাটি ২০২০ সালে হওয়ার কথা ছিল। কোভিড প্যানডেমিকের কারণে বছর খানেক পিছিয়ে যায়। ২০২১ সালে বাংলাদেশে বিশ্বকাপের আসর বসবে বলে ঠিক হয়। কিন্তু করোনার প্রকোপ না কমায় সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায়। তারপর আইসিসি ২০২৩ সাল পর্যন্ত পিছিয়ে দেয় টুর্নামেন্টটিকে। অবশেষে তিনবছরের বাধা পেরিয়ে ভোরের আলো দেখছে আইসিসি অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপ। ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারী দলগুলি হল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমেরিকা, ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে, ওয়ান্ডা, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি।

১৬ জানুয়ারি ভারতের দ্বিতীয় ম্যাচ আমিরশাহির বিরুদ্ধে। দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচ। শেফালিরা তৃতীয় তথা শেষ ম্যাচ খেলবেন স্কটল্যান্ডের বিরুদ্ধে। ১৮ জানুয়ারি ভারতীয় সময় ৫.১৫ মিনিটে শুরু হবে ম্যাচ। এরপর ২০ জানুয়ারি থেকে প্লে অফ পর্ব শুরু হবে।

ভারতের স্কোয়াড: শেফালি ভার্মা (অধিনায়ক), শ্বেতা সোহরাবত (সহ-অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), জি তৃষ্ণা, সৌম্যা তিওয়ারি, সোনিয়া মেহদিয়া, হার্লে গালা, হর্ষিতা বসু (উইকেটকিপার), সোনম যাদব, মন্নত কশ্যপ, অর্চনা দেবী, পার্শ্ববী চোপড়া, তিতা সাধু, ফলক নাজ, শবনম এমডি।