Nandigram: নন্দীগ্রামে দু’হাজার কোটির জাহাজ মেরামতির কারখানা করছে কেন্দ্র, দাবি শুভেন্দুর
Nandigram: নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, " শুধুই মিথ্যা দিয়ে রাজনীতি করতে চায় বিরোধী দল নেতা।বেসরকারি সংস্থা জাহাজ মেরামতির করার জন্য লিজ নিয়েছে। আর উনি এটাকে ভোটের আগে গিমিক করেছে।"

নন্দীগ্রাম: নন্দীগ্রামে দু’হাজার কোটির জাহাজ মেরামতির কারখানা করছে কেন্দ্র।এমনই দাবি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রামনবমীর দিন নন্দীগ্রামে রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে গিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখান থেকে তিনি বলেছিলেন, “নন্দীগ্রামে ভারত সরকার দু’টো কাজ করেছে। জেলিংহামে দু’টি কারখানা তৈরি হবে। কেন্দ্রীয় সরকারের জন্য দু হাজার কোটি টাকা অনুমোদন করেছে।”
তবে কেন্দ্রের টাকায় কারখানা গড়ার দাবি নিয়ে আবার অন্যমত প্রকাশ করছে বন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি, জাহাজ মেরামতির কারখানা গড়তে বন্দর কোনও বিনিয়োগ করছে না। বন্দরে জমি ভাড়া দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থাকে। ভাড়ার টাকা থেকে আয় হবে তাদের। শিল্প গড়বে বেসরকারি সংস্থাই। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, আগামী দিনে হলদিয়া বন্দর ঘিরে আরও কর্মসংস্থান বাড়বে।
নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ” শুধুই মিথ্যা দিয়ে রাজনীতি করতে চায় বিরোধী দল নেতা।বেসরকারি সংস্থা জাহাজ মেরামতির করার জন্য লিজ নিয়েছে। আর উনি এটাকে ভোটের আগে গিমিক করেছে।”
সূত্রের খবর, গাংড়াচরে একটি নতুন মাটির রাস্তা তৈরি হয়েছে। সেখানে লাগানো হয়েছে একটি গেটও। স্থানীয়দের একাংশ জানান, বরাবরই তাঁরা শুনে আসছেন যে, কারখানা হবে। ভোট এলে তৎপরতা বাড়ে, তার পর সব চুপচাপ হয়ে যায়। জেলিংহামে বহুবার জমির মাপ নেওয়া হয়েছে। এখন রাস্তার কাজ হচ্ছে। তবে এ বারও শেষ পর্যন্ত কি না, তাঁদের সংশয় রয়েছে।
এক নজরে জেলিংহামে কারখানা সংক্রান্ত তথ্য
- ১৯৭৮ সালে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বার্ন স্ট্যান্ডার্ড কারখানাকে জেলিংহামে কারখানা করার জন্য জমি দেয়
- ১৯৯৩-১৯৯৪ সালে বার্ন স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ হয়ে যায়
- ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন জেলিংহামে কোচ কারখানা তৈরির কথা ঘোষণা করেন। পরে যদিও তা গড়ে ওঠেনি।
- ২০২৫ সালে হলদিয়া বন্দর একটি বেসরকারি সংস্থাকে হুগলি নদীর পাড় সংলগ্ন জেলিংহামে বার্জ মেরামতি করার জন্য ৩০ বছরের চুক্তিতে লিজ দেয়।
বন্দর সূত্রে খবর, নন্দীগ্রামে হুগলি নদীর তীরে নন্দীগ্রামের জেলিংহামের গাংড়া এলাকায় প্রায় ৫,৬৫,৮৪৮ বর্গমিটার জমি, পুনর্নবীকরণ ছাড়াই লিজ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৩০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে একটি বেসরকারি সংস্থাকে এই লিজ দেওয়া হয়েছে। তারা বার্জ, জাহাজ মেরামত, রক্ষণাবেক্ষণের কাজ করবে। অন্য কর বাদে প্রায় ৬০ লক্ষ ১০ হাজার টাকা বার্ষিক ভাড়া বহন করতে হবে ওই সংস্থাকে। পাশপাশি অগ্রিম বাবদ বন্দরের কাছে জমা করতে হবে ১ কোটি ৪১ লক্ষ টাকা।





