Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh-Virat Kohli: তরুণ রিঙ্কুকে হারিয়ে সেরা ফিল্ডার ৩৫এর কোহলি

IND vs AFG, Watch Video: আফগানিস্তানকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার ভারত। এই সিরিজের প্রথম ম্যাচ ব্যক্তিগত কারণে খেলেননি বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলেছেন। তাঁর মতো ফিট ক্রিকেটার ভারতীয় টিমে কমই রয়েছেন। বিশ্বকাপের সময় বিরাট ২ বার ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছিলেন। এ বার আফগান সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন বিরাট।

Rinku Singh-Virat Kohli: তরুণ রিঙ্কুকে হারিয়ে সেরা ফিল্ডার ৩৫এর কোহলি
তরুণ রিঙ্কুকে হারিয়ে সেরা ফিল্ডার ৩৫এর কোহলিImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Jan 18, 2024 | 9:42 PM

কলকাতা: আফগানিস্তানকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার ভারত। এই সিরিজের প্রথম ম্যাচ ব্যক্তিগত কারণে খেলেননি বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলেছেন। তাঁর মতো ফিট ক্রিকেটার ভারতীয় টিমে কমই রয়েছেন। বিশ্বকাপের সময় বিরাট ২ বার ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছিলেন। এ বার আফগান সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন বিরাট। টিম ইন্ডিয়ার নয়া ফিনিশার রিঙ্কু সিংও (Rinku Singh) দৌড়ে ছিলেন। কিন্তু তরুণ রিঙ্কুর জায়গায় ৩৫ এর বিরাটের গলায় উঠেছে সিরিজের সেরা ফিল্ডারের পদক।

বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচের ফয়সলা হয় দ্বিতীয় সুপার ওভারে। ব্যাট হাতে এই ম্যাচে অবদান রাখতে না পারলেও, ফিল্ডার হিসেবে কোহলি বিরাট অবদান রেখেছিলেন। আফগানদের বিরুদ্ধে বিরাট বাউন্ডারি লাইনের সামনে লাফিয়ে একটি বাউন্ডারি আটকে দেন। তাঁর সেই অদ্ভুত লাফ এবং রান বাঁচানো নিয়ে চর্চা থামছেই না। ৩৫ বছরেও তিনি এতটাই ফিট, যে তাঁকে যে কেউ হিংসে করতে পারেন।

ভারত-আফগান সিরিজের শেষে দলের তরুণ ক্রিকেটারদের বিরাট কোহলিকে দেখে উদ্বুদ্ধ হতে বলেছেন ফিল্ডিং কোচ টি দিলীপ। ওডিআই বিশ্বকাপের সময় প্রতি ম্যাচের শেষে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেরা ফিল্ডারকে পদক দেওয়ার প্রথা চালু করেছিল। এ বার আফগান সিরিজের পর দেখা গেল ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিরিজের সেরা ফিল্ডারকে পদক দিল। তাতে বিরাট কোহলির সঙ্গে নমিনেশনে ছিল রিঙ্কু সিংয়ের নাম। টি দিলীপ সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার আগে সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দরদের ফিল্ডিংয়ের প্রশংসা করেন।

বিরাটের গলায় সিরিজের সেরা ফিল্ডারের পদক পরিয়ে দেওয়ার আগে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, ‘আমি বিজয়ীর নাম ঘোষণা করার আগে একটা কথাই বলতে চাই। বিরাট বিশ্বকাপে একজোড়া মেডেল জিতেছে। আমার মনে আছে, ওয়েস্ট ইন্ডিজে ও আমাকে বলেছিল স্লিপে দাঁড়াতে চায় না। তার বদলে শর্টে অথবা ফাইন লেগে ফিল্ডিং করতে চায়। যাতে তরুণদের সামনে চ্যালেঞ্জ রাখা যায়। ও সকলকে অনুপ্রাণিত করেছে। তাই আমি চাই, ও যেমন ফিল্ডিং করে তরুণরা তার অর্ধেক অন্তত করে দেখাক। তেমনটা হলেই দলে পার্থক্য দেখা যাবে।’