World Cup 2023 : চাপ সামলে ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান, কে বলছেন এমন কথা?
ভারতের বিরুদ্ধে তো বটেই, ভারতের মাটিতে পাকিস্তানের চার ক্রিকেটার গেম চেঞ্জার হতে পারেন--- বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, ইমাম উল হক।
করাচি : ভারতের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপে (ICC Cricket World Cup 2023) আজ পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য দু”বছর আগে সেই বিবর্ণ অতীত কিছুটা পাল্টাতে পেরেছিলেন। কিন্তু পঞ্চাশ ওভারের বিশ্বকাপের রেকর্ড থেকে গিয়েছে একই রকম। ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ। ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে রেকর্ডের কারণেই রোহিত শর্মার টিম নিশ্চিত ভাবেই এক কদম এগিয়ে থাকবে। তা রেকর্ড যাই বলুন না কেন, বাবর আজমের টিমের বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে, এমনই মনে করছেন ওয়াকার ইউনিসের মতো প্রাক্তন পেস বোলার। সাদা বলের ক্রিকেটে পাকিস্তান টিম (Pakistan Cricket Team) গত কয়েক বছর দারুণ পারফর্ম করছে। ব্য়াটিং ও বোলিংয়ে দুরন্ত ভারসাম্যের জন্যই সেরাট দিতে পারছে গ্রিন আর্মি। ভারতের মাটিতে কি পাকিস্তান টিম বিশ্বকাপ জিততে পারবে? কী বলছেন ওয়াকার ইউনিস? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়াকার ইউনিস বলছেন, ‘আমার সময় কিন্তু চাপ ব্যাপারটা এতটা বড় ছিল না, যতটা এখনকার ক্রিকেটে দেখা যায়। যে টিমের বিরুদ্ধে যত কম খেলবে, তত বেশি চাপ থাকবে। খুব স্বাভাবিক কারণেই ভারতের বিরুদ্ধে খেলার সময় পাকিস্তানের উপর চাপটা মারাত্মক রকম চেপে বসে। আমাদের বিরুদ্ধে এটা ছিল না, কারণ ভারতের বিরুদ্ধে অনেক বেশি ম্যাচ খেলতাম। তার পরও আমরা কিন্তু বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কখনও জিততে পারিনি। তবে এটাও মাথায় রাখতে হবে, এখনকার ক্রিকেটাররা চাপ জিনিসটা অনেক ভালো ভাবে সামলাতে পারে।’
ভারতের বিরুদ্ধে তো বটেই, ভারতের মাটিতে পাকিস্তানের চার ক্রিকেটার গেম চেঞ্জার হতে পারেন— বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, ইমাম উল হক। রিভার্স সুইং মাস্টার ওয়াকারের যুক্তি, ‘ইদানীং যত ম্যাচ খেলেছে পাকিস্তান, তাতে দেখেছি, টিম চাপটা চমৎকার সামলাতে পারে। কখন, কোন টিমের বিরুদ্ধে তুমি খেলছ, ভারত না পাকিস্তান, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যদি নিজেকে ঠিক মতো মেলে ধরা যায়, পরিকল্পনা কাজে লাগানো যায়, তা হলে সমস্যা থাকে না।’
একই সঙ্গে ওয়াকারের মন্তব্য়, ‘পাকিস্তান টিমে বেশ কিছু ম্যাচ উইনার রয়েছে। একার হাতে তারা জেতাতে পারে টিমকে। বাবর, শাহিন, ফখর, ইমামদের মধ্যে সেই মশলা রয়েছে। সোজা কথা বললে, পাকিস্তান টিমে যথেষ্ট ভারসাম্য রয়েছে। টিম হিসেবে যদি চাপটা সামলে দিতে পারে, তা হলে কিন্তু দারুণ কিছু করে দেখানোই যেতে পারে।’