IND vs ENG: রান দেওয়া নিয়ে চিন্তিত নন, পরিষ্কার করে দিলেন ইংল্যান্ড পেসার

India vs England 3rd T20I: ইংল্যান্ড তুলনামূলক বড় টার্গেট দিয়েছিল। তিলক ভার্মার পরিণত ব্যাটিংয়ে শেষ অবধি জেতে ভারত। ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের ৪ ওভারে ৬০ এসেছিল। তৃতীয় ম্যাচের আগে ইংল্যান্ড পেসার জানিয়েছেন, রান দেওয়া নিয়ে চিন্তিত নন, টার্গেট উইকেট নেওয়া।

IND vs ENG: রান দেওয়া নিয়ে চিন্তিত নন, পরিষ্কার করে দিলেন ইংল্যান্ড পেসার
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 27, 2025 | 8:08 PM

ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। ইডেন গার্ডেন্সে সিরিজ শুরু হয়েছিল। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের সামনে ছোট্ট টার্গেট ছিল। সহজেই জয়। এর মধ্যে ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসনের ওভারে ২২ রানও এসেছিল। চেন্নাইতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস এবং সিদ্ধান্তের পুনরাবৃত্তি। তবে ইংল্যান্ড তুলনামূলক বড় টার্গেট দিয়েছিল। তিলক ভার্মার পরিণত ব্যাটিংয়ে শেষ অবধি জেতে ভারত। ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের ৪ ওভারে ৬০ এসেছিল। তৃতীয় ম্যাচের আগে ইংল্যান্ড পেসার জানিয়েছেন, রান দেওয়া নিয়ে চিন্তিত নন, টার্গেট উইকেট নেওয়া।

কাল, মঙ্গলবার রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ডের এক্সপ্রেস গতির পেসার মার্ক উড। এই অভিজ্ঞ পেসার দলের পরিকল্পনা পরিষ্কার করে দিয়েছেন। ভারতের আগ্রাসী ব্যাটিংকে ভয় পাচ্ছেন না তাঁরা। কত রান হল সেটাও না। বোলিংয়ের ক্ষেত্রে টার্গেট থাকবে উইকেট নেওয়াই। ডিফেন্সিভ বোলিং করবেন না, এমনটাই জানান। প্রশ্নের নেপথ্য কারণ অবশ্যই তিলক ভার্মার বিধ্বংসী ব্যাটিং এবং জোফ্রা আর্চারের মতো পেসারের ইকোনমি রেট।

এই খবরটিও পড়ুন

সিরিজে ০-২ পিছিয়ে ইংল্যান্ড। ভারতের কাছে সুযোগ রয়েছে রাজকোটেই সিরিজ নিশ্চিত করার। সিরিজ জিইয়ে রাখার ম্যাচের আগে মার্ক উড বলেন, ‘আমরা শুধুই উইকেট নেওয়ার লক্ষ্যে বোলিং করব। আমার মনে হয় না কোচ ম্যাকালামও রান দেওয়া নিয়ে চিন্তিত হতে বলবে। তিনি শুধু একটা বিষয়ই ভাবেন, ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারি। গত ম্যাচেও মিলিত ভাবে আমরা ভালো বোলিং করেছিলাম। ভারত যে টার্গেট তাড়া করছিল, আমরা কিন্তু সে সময়ও উইকেট নেওয়ার কথাই ভেবেছি এবং সেই অনুযায়ী বোলিং করেছি। এক দু-জন হয়তো কিছুটা বেশি রান দিয়েছে, আমি মনে করি সেও প্রতিপক্ষকে অলআউট করার লক্ষ্যেই বোলিং করেছে।’

ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত