India vs West Indies 2023: ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার প্রাপ্তি
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজে কিছুটা হলেও হতাশ করেছেন শুভমন গিল। তাঁর পছন্দতেই তিনে ব্যাট করার সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম টেস্ট এবং পোর্ট অব স্পেনের প্রথম ইনিংসে হতাশ করেন।
প্রতিটা সিরিজেই কিছু প্রত্যাশা থাকে। অনেকটা পূরণও হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনও অবধি টেস্ট সিরিজ খেলেছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে সম্পূর্ণ হয়নি। ম্যাচ ড্র হলেও প্রথম টেস্টে জয়ের সুবাদে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। টেস্ট সিরিজে নজর ছিল একঝাঁক তরুণ ক্রিকেটারের ওপর। বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল, কিপার-ব্যাটার ঈশান কিষাণ, পেসার মুকেশ কুমার এবং শুভমন গিল তিন নম্বরে কেমন পারফর্ম করেন সে দিকেই মূল নজর ছিল। এই সিরিজে কিছুটা প্রাপ্তি হল ভারতের। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্ট্যান্ড বাই স্কোয়াডে ছিলেন যশস্বী জয়সওয়াল ও মুকেশ কুমার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সৌজন্যে দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের রাডারে ছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। তেমনই ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে নজর কাড়েন যশস্বী। দু-জনকেই ওয়েস্ট ইন্ডিজে মূল স্কোয়াডে রাখা হয়। ঈশান কিষাণ ফাইনালে স্কোয়াডে থাকলেও খেলানো হয়নি। ওয়েস্ট ইন্ডিজে অভিষেক হল তিনজনেরই।
ডমিনিকায় প্রথম টেস্টে অভিষেক হয় যশস্বী এবং ঈশানের। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করেন যশস্বী। প্রথম ম্যাচেই নজর কাড়েন। ১৭১ রানের অনবদ্য ইনিংস। সিরিজে সর্বাধিক রান যশস্বীরই। প্রথম ম্যাচে কিপিংয়ে নজর কাড়লেও ব্যাটিংয়ে পারেননি ঈশান। পোর্ট অব স্পেনে দ্বিতীয় ইনিংসে দলের প্র্য়োজনে তাঁর বিধ্বংসী ব্যাটিং ভরসা দিয়েছে। চতুর্থ দিনের পিচে জাডেজা-অশ্বিনের বিরুদ্ধে কিপিং করা সহজ নয়। সেখানেও ভরসা দিয়েছেন।
ইংল্যান্ডে ডিউক বলে প্রস্তুতি সেরেছিলেন মুকেশ কুমার। ঘরোয়া ক্রিকেটে লাল-বলে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে সুযোগ দেওয়া হয়। অভিষেকে ভরসা দিয়েছেন মুকেশ। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সফর। সেখানেও ডিউক বলে খেলা হয়। প্রোটিয়াদের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে এই তিন মূর্তির আসল পরীক্ষা। স্নায়ুর চাপ সামলে দিতে পারলে যশস্বী, ঈশান, মুকেশদের নিয়ে টেস্ট ক্রিকেটে দীর্ঘ মেয়াদী স্বপ্ন দেখা যাবে, বলা যায়।
ওয়েস্ট ইন্ডিজে কিছুটা হলেও হতাশ করেছেন শুভমন গিল। তাঁর পছন্দতেই তিনে ব্যাট করার সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম টেস্ট এবং পোর্ট অব স্পেনের প্রথম ইনিংসে হতাশ করেন। শুধু এই সিরিজ নয়, এশিয়ার বাইরে তাঁর পারফরম্যান্সই চাপে রাখছে টিম ম্যানেজমেন্টকে।