Wriddhiman Saha: উল্টো প্যান্ট পরায় হাসির রোল, ম্যাচ শেষে কারণ জানালেন ঋদ্ধি
GT vs LSG, IPL 2023: দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামার সময় সেই ঋদ্ধিমান অস্বস্তিতে পড়ে গেলেন। মাঠে নামার পর দেখা যায় উল্টো ট্রাউজার পরে কিপিং করতে নেমে পড়েছেন তিনি।
কলকাতা: টি-২০ ফরম্যাটে ইনিংসের বিরতিতে হাতে খুব কম সময়ই মেলে। তার মধ্যেই যাবতীয় কাজ সেরে নিতে হয়। অনেক সময় তড়িঘড়ি মাঠে নামতে গিয়ে অপ্রস্তুতিতে পড়ে যান অনেকেই। ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) সঙ্গে তেমনই ঘটনা ঘটেছিল শনিবারের ম্যাচে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ঋদ্ধিমান। গুজরাটকে ২০০-র বেশি রান গড়তে সাহায্য করলেন। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামার সময় সেই ঋদ্ধিমান অস্বস্তিতে পড়ে গেলেন (IPL 2023)। মাঠে নামার পর দেখা যায় উল্টো ট্রাউজার পরে কিপিং করতে নেমে পড়েছেন তিনি। দেখেই হেসে গড়িয়ে পড়েন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামিরা। নেট মাধ্যমেও হাসির রোল ওঠে। ম্যাচ শেষে কেএস ভরতের সঙ্গে কথোপকথনের সময় উল্টো ট্রাউজারের রহস্য ফাঁস করেছেন ঋদ্ধিমান। বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আমেদাবাদের ভীষণ গরমে ব্যাটিং করার পর ঋদ্ধিকে ফিল্ডিং করতে নামতে দিতে চায়নি গুজরাট টাইটান্স। তাঁর পায়ে সামান্য অস্বস্তি ছিল। তাঁর পরিবর্তে কেএস ভরতকে মাঠে নামাতে চেয়েছিল গুজরাট। তাতে বাধ সাধেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে তড়িঘড়ি গ্লাভস পরে মাঠে নামতে হয় ঋদ্ধিমানকে। তিনি প্রস্তুত ছিলেন না। হঠাৎ করে মাঠে নামতে বলায় তড়িঘড়িতে উল্টো প্যান্ট পরেই চলে আসেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ঋদ্ধির ছবি। যদিও বেশিক্ষণ ফিল্ডিং করেননি তিনি। ২ ওভারের পর মাঠ ছাড়েন। তাঁর পরিবর্তে নামেন কেএস ভরত।
An explosive start ? ?-run opening partnership ? Funny changing room incident ?
Wicketkeeper-batters KS Bharat & @Wriddhipops relive it all post @gujarat_titans‘ remarkable win ???? – By @Moulinparikh
Full Interview ?? #TATAIPL | #GTvLSGhttps://t.co/wCq2vx216a pic.twitter.com/AzH26DOc3k
— IndianPremierLeague (@IPL) May 8, 2023
ম্যাচের পর কেএস ভরতের প্রশ্নের উত্তরে ঋদ্ধিমান বলেন, “আমাকে ফিজিও বলেছিলেন ওষুধ খেতে হবে। তাই খাবার খাচ্ছিলাম। তারই মধ্যে চলছিল ড্রাই নিডলিং সেশন। তখনই তাড়াহুড়োর মধ্যে উল্টো প্যান্ট পরে নেমে পড়ি। ২ ওভারের পর মাঠ ছাড়ি। এরপর তুমি নিজের কাজটা দারুণ করেছ (ভরতের উদ্দেশে)।”