Shubman-Yashasvi: যশস্বী-শুভমন নতুন রো-কো জুটি? তুলনা নিয়ে তরুণ ওপেনার বললেন…
জিম্বাবোয়েতে চলতি টি-২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতেছে টিম ইন্ডিয়া। চতুর্থ টি-২০ ম্যাচে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমন গিলের (Shubman Gill) ওপেনিং জুটিতে ভর করে ভারত ১০ উইকেটে জিতেছে। এরই মাঝে ক্রিকেট মহলে যশস্বী-শুভমনকে বলা হচ্ছে নতুন রো-কো জুটি।
কলকাতা: ভারতীয় ক্রিকেটে রো-কো জুটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) জুটি বেঁধে ভারতীয় টিমকে একাধিক জয় এনে দিয়েছেন। টি-২০ বিশ্বকাপ জয়ের পর বিরাট-রোহিত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ক্রিকেটের এই ক্ষুদ্রতম ফর্ম্যাটে কারা নেবেন বিরাট, রোহিতের জায়গা? তা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। জিম্বাবোয়েতে চলতি টি-২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতেছে টিম ইন্ডিয়া। চতুর্থ টি-২০ ম্যাচে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমন গিলের (Shubman Gill) ওপেনিং জুটিতে ভর করে ভারত ১০ উইকেটে জিতেছে। এরই মাঝে ক্রিকেট মহলে যশস্বী-শুভমনকে বলা হচ্ছে নতুন রো-কো জুটি। মহাতারকাদের সঙ্গে তুলনা নিয়ে কী বললেন তরুণ ওপেনার?
সিকান্দার রাজার জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ৫৩ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন যশস্বী জয়সওয়াল। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি। চতুর্থ ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে বিরাট-রোহিতের সঙ্গে যশস্বী-শুভমনের তুলনা নিয়ে মুখ খোলেন তরুণ ওপেনার। যশস্বী বলেন, ‘আমি মনে করি, ভারতীয় ক্রিকেটের জন্য তাঁরা যা করেছে, তা এক কথায় অবিশ্বাস্য। ওদের অবদান ভোলার নয়। ওদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারা আশীর্বাদ বলে মনে করি। আমি ও গিল এক একটা ম্যাচ ধরে এগোচ্ছি। আমরা উন্নতি করার চেষ্টা করছি।’
বিরাট-রোহিতের থেকে কী শিখেছেন যশস্বী জয়সওয়াল? তিনি বলেন, ‘যখনই বিরাট ভাই বা রোহিত ভাইয়ের সঙ্গে কথা বলি অনেক অভিজ্ঞতা হয়। ওদের থেকে শিখেছি কী ভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। একটা ম্যাচের পরিস্থিতি কী ভাবে পড়তে হয়। ওদের সঙ্গে কথা বলতে এবং শিখতে দারুণ লাগে।’
আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ১৯টি ম্যাচে ৬৩১ রান করেছেন যশস্বী। তার মধ্যে ৫টি অর্ধশতরান এবং একটি শতরান রয়েছে। শনিবার হারারেতে আর ৭ রান করতে পারলেই দ্বিতীয় শতরান আসত তাঁর ব্যাটে। যশস্বী বলেন, ‘সত্যি বলতে কী আমার জীবনে অনেক কিছু চলছে। আর আমি তা উপভোগ করছি। আমি একটা করে দিন ধরে এগোতে চাই। প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করতে চাই। বাকি যা ঈশ্বরের হাতে আছে এবং তিনি যা দেবেন, সেটাই মেনে নেব।’