Anwar Ali Banned: আনোয়ারকে নিয়ে তীব্র সমস্যা, মোহনবাগানকে বিপুল টাকা জরিমানা দেবে ইস্টবেঙ্গল
ISL, East Bengal: স্বাভাবিক ভাবেই প্রত্যাশা বাড়ছিল ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে। ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইএসএলের একাদশতম সংস্করণ। তার আগেই আনোয়ার আলিকে নিয়ে জটিল সমস্যায় ইস্টবেঙ্গল। তাঁকে নিতে গিয়েও সমস্যা। বলা যেতে পারে, আইএসএল শুরুর আগে ব্যাকফুটে ইস্টবেঙ্গল শিবির।
ইন্ডিয়ান সুপার লিগের গত মরসুমে তুলনামূলক ভাবে ভালো পারফর্ম করেছিল ইস্টবেঙ্গল। গত মরসুমে কলিঙ্গ সুপার কাপও চ্যাম্পিয়ন হয়েছে। এ মরসুমে নতুন বেশ কয়েকজন তারকা ফুটবলারকে সই করিয়েছে লাল-হলুদ। ডুরান্ডে কাঙ্খিত সাফল্য আসেনি। স্বাভাবিক ভাবেই প্রত্যাশা বাড়ছিল ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে। ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইএসএলের একাদশতম সংস্করণ। তার আগেই আনোয়ার আলিকে নিয়ে জটিল সমস্যায় ইস্টবেঙ্গল। তাঁকে নিতে গিয়েও সমস্যা। বলা যেতে পারে, আইএসএল শুরুর আগে ব্যাকফুটে ইস্টবেঙ্গল শিবির।
আনোয়ারকে নিয়ে টানাপোড়েন চলছিলই। অবশেষে জাতীয় দলের তরুণ ডিফেন্ডারকে পেয়েছিল লাল-হলুদ। পেয়েও আপাতত পাওয়া হচ্ছে না। আইএসএল শুরুর আগেই বড়সড় শাস্তি পেল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে জোড়া ট্রান্সফার ব্যান। ২০২৬ সাল পর্যন্ত কোনও নতুন ফুটবলার সই করাতে পারবে না ইস্টবেঙ্গল। একই শাস্তি প্রযোজ্য আনোয়ার আলির প্রাক্তন ক্লাব দিল্লি এফসির ক্ষেত্রেও। এখানেই শেষ নয়। সঙ্গে আরও ধাক্কা রয়েছে ইস্টবেঙ্গলে।
মোহনবাগানের থেকে আনোয়ার আলিকে ছিনিয়ে এনেছিল ইস্টবেঙ্গল। সবুজ-মেরুনের সঙ্গে ৪ বছরের লোন চুক্তি থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেছিলেন আনোয়ার আলি। ইস্টবেঙ্গলকে বড় শাস্তি ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির। চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি। নতুন বছরের আগে মাঠে নামতে পারবেন না এই ভারতীয় ডিফেন্ডার। পাশাপাশি আনোয়ারের সদ্য প্রাক্তন ক্লাব মোহনবাগানকে ১২.৯ কোটি টাকা জরিমানা দিতে হবে। মোহনবাগানকে জরিমানা দেওয়ার দায়ভার ইস্টবেঙ্গল, দিল্লি এফসি ও আনোয়ারের।
ঘটা করে ইস্টবেঙ্গলে আনোয়ারকে উন্মোচন করা হয়েছিল। দলের সঙ্গে প্র্যাক্টিসও শুরু করেছিলেন। কিন্তু অপেক্ষাতেই থাকতে হচ্ছে লাল-হলুদকে। ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে এখনই প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। সূত্রের খবর, আনোয়ার ইস্যুতে শাস্তি কমানোর আবেদন করতে পারে ইস্টবেঙ্গল। অ্যাপিল কমিটিতে যেতে পারে লাল-হলুদ।