Lionel Messi: লা লিগা জিতেই মেসিকে ফেরানোর ডাক বার্সা সমর্থকদের
Barcelona : প্যারিসে মেসিমোহ ভেঙে গেলেও, বার্সায় এখনও তিনি পূজিত। প্রত্যেক মুহূর্তে মেসির অভাব বোধ করেন বার্সার সমর্থকরা। অনেক ম্যাচেই দেখা গিয়েছে মেসির নামে ব্যানার, টিফো। আবার কখনও দেখা গিয়েছে খেলার ১০ মিনিটে মেসির জন্য হাততালি দিচ্ছেন বার্সার সমর্থকরা। সে দলে না থেকেও প্রবল ভাবে আছেন আর্জেন্টাইন মহাতারকা।
বার্সেলোনা: একেই বোধহয় বলে সংস্কৃতি। বার্সেলোনা আর প্যারিসের সংস্কৃতির আকাশ-পাতাল তফাৎ এটাই। বিশ্ব ফুটবলে প্যারিস সাঁ জাঁ-র উত্থান উল্কার গতিতে। অথচ এখনও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও জেতেনি পিএসজি (PSG)। অন্যদিকে স্পেনের ক্লাব বার্সেলোনার সমর্থকরা জানেন, ফুটবলারদের কিভাবে সম্মান দিতে হয়। তারপর সেই ফুটবলারের নাম যখন হয় লিওনেল মেসি (Lionel Messi)। দু’বছর আগে বার্সা (Barcelona) ছাড়েন মেসি। চোখের জলে প্রিয় ক্লাব ছেড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। বার্সা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-তে যোগ দিয়েছিলেন। প্যারিসে মেসিমোহ ভেঙে গেলেও, বার্সায় এখনও তিনি পূজিত। প্রত্যেক মুহূর্তে মেসির অভাব বোধ করেন বার্সার সমর্থকরা। অনেক ম্যাচেই দেখা গিয়েছে মেসির নামে ব্যানার, টিফো। আবার কখনও দেখা গিয়েছে খেলার ১০ মিনিটে মেসির জন্য হাততালি দিচ্ছেন বার্সার সমর্থকরা। সে দলে না থেকেও প্রবল ভাবে আছেন আর্জেন্টাইন মহাতারকা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চার বছর পর লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসি ক্লাব ছাড়ার পর প্রথম বার স্প্যানিশ লিগে সেরা কাতালান ক্লাব। আনন্দের দিনেও মেসিকে দলে ফেরানোর ডাক বার্সার সমর্থকদের। এখানেই অন্যান্য দলের সমর্থকদের চেয়ে একেবারে আলাদা বার্সার সমর্থকরা। প্যারিসে ঘরের মাঠের দর্শকদের কাছেই বিদ্রুপের মুখে পড়েছেন মেসি। ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে ঘুরতে যাওয়ার অভিযোগে তাঁকে নির্বাসিত করে পিএসজি। নির্বাসন কাটিয়ে মাঠে ফেরার দিনে শুনতে হয় বিদ্রুপ। এমনকি কয়েকদিন আগে মেসি বিদায়ের ডাকও দেন প্যারিসের সমর্থকরা। একেবারে উল্টো ছবি বার্সেলোনায়।
? Celebrando la Liga en Caneletes, la afición grita el nombre de MESSI pic.twitter.com/snyzc0MYQJ
— Jijantes FC (@JijantesFC) May 14, 2023
লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর শহরের রাস্তায় নেমে মেসিকে ফেরানোর ডাক দেন বার্সার সমর্থকরা। এমনকি বার্সার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তাও আশ্বস্ত করে বলেছেন, আর্জেন্টাইন মহাতারকাকে দলে ফেরাতে সব রকম চেষ্টা করবেন তাঁরা। বার্সেলোনার জার্সিতে সাফল্যের ভান্ডার সজ্জিত রয়েছে মেসির। বার্সার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল রয়েছে তাঁর। রয়েছে ৩০৩ অ্যাসিস্ট। প্যারিসে অবশ্য স্বমহিমায় দেখা যায়নি আর্জেন্টাইন সুপারস্টারকে। বিশ্বকাপজয়ী মহাতারকা প্যারিসে বিদ্রুপের শিকার হলেও, বিশ্ব জুড়ে তিনি বন্দিত। নতুন মরসুমে পুরনো ক্লাবে আবারও ফিরে আসেন কিনা মেসি, সেটাই এখন দেখার!