Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: জয় দিয়ে কলকাতা লিগ শুরু ‘নতুন’ মোহনবাগানের

CFL 2023, MBSG: দ্বিতীয়ার্ধে গোলের মুখ দেখছিল না কোনও দলই। কিন্তু ম্যাচের অ্যাডেড টাইমে ফের গোল মোহনবাগানের। তৃতীয় গোলটি করেন টাইসন সিং। শেষ মুহূর্তে পাঠচক্রের হয়ে ব্যবধান কমান সুরজিৎ মান্ডি।

Mohun Bagan: জয় দিয়ে কলকাতা লিগ শুরু ‘নতুন’ মোহনবাগানের
Image Credit source: FACEBOOK
Follow Us:
| Updated on: Jul 05, 2023 | 5:33 PM

কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। অবশেষে মাঠে নামল মোহনবাগান। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এরপরই মোহনবাগান নামের সামনে থেকে এটিকে সরানোর কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা। দীর্ঘদিন ধরেই এটিকে সরানো নিয়ে আন্দোলন করছিলেন মোহনবাগান সমর্থকদের বড় একটা অংশ। সমর্থকদের আবেগের কাছে সিদ্ধান্ত বদলাতে হয়। নতুন মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলার সিদ্ধান্ত হয়। নতুন নামে প্রথম ম্যাচে নেমেছিল মোহনবাগান। লিগ শুরু হল জয় দিয়েই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২০১৮ তে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এরপর থেকে লিগ খেলছিল না তারা। তিন বছর পর লিগে খেলছে মোহনবাগান। এ দিন নৈহাটি স্টেডিয়ামে পাঠচক্রের বিরুদ্ধে নামে তারা। ৩-১ ব্যবধানের জয়ে নতুন মরসুম শুরু হল ‘নতুন’ মোহনবাগানের। কলকাতা লিগ এ বার বিদেশিহীন। আরও বেশি সংখ্যায় দেশীয় ফুটবলার তুলে আনার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মোহনবাগান মূলত অনূর্ধ্ব ২৩ দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে। সিনিয়র দলের বেশকিছু প্লেয়ার যাঁরা নিয়মিত সুযোগ পান না, তাঁদের লিগে খেলানো হচ্ছে। এখানে নজর কাড়তে পারলে সিনিয়র দলে নিয়মিত সুযোগ হতে পারে।

মোহনবাগানের বিরুদ্ধে পাঠচক্র ডিফেন্স অবশ্য দারুণ খেলছিল। যদিও একটা ভুলে পিছিয়ে পড়ে তারা। কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও, নৈহাটিতে ঝলমলে রোদ। প্রবল গরমের মধ্যেও মোহনবাগানের প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন নৈহাটি স্টেডিয়ামে। সঙ্গে ব্যান্ড-বাজা, টিফো, রংমশাল। সারাক্ষণ ফুটবলারদের তাতিয়ে গেলেন সমর্থকরা। প্লেয়াররাও সমর্থকদের দারুণ জয় উপহার দিলেন এবং ভাইকিং ক্ল্যাপ। ম্যাচের ১১ মিনিটে একটি সেন্টার ধরতে এগিয়ে এসেছিলেন পাঠচক্র গোলকিপার রেওয়াং ডোর্জি লেপচা। যদিও বলের ফ্লাইট মিস করেন। মোহনবাগান অধিনায়ক সুমিত রাঠি স্পটজাম্পে হেডে গোল করেন।

মাত্র ৯ মিনিটের ব্যবধানে ফের গোল মোহনবাগানের। গতিতে প্রতিপক্ষকে পরাস্থ করে। মোহনবাগান আক্রমণ ভাগের প্লেয়ারে বাঁ পায়ের শট, প্রতিপক্ষ ডিফেন্সে আটকে যায়। রিটার্ন বলে গ্রাউন্ডারে ঠান্ডা মাথায় প্লেস করেন এনজন সিং। ম্যাচের ২৭ মিনিটে পাঠচক্রের গোলকিপার পরিবর্তন। রেওয়াং ডোর্জির জায়গায় নামেন কস্তুর দাস। ২-০ এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে গোলের মুখ দেখছিল না কোনও দলই। কিন্তু ম্যাচের অ্যাডেড টাইমে ফের গোল মোহনবাগানের। তৃতীয় গোলটি করেন টাইসন সিং। শেষ মুহূর্তে পাঠচক্রের হয়ে ব্যবধান কমান সুরজিৎ মান্ডি। শেষ অবধি ৩-১ এ জয় মোহনবাগানের।