Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Emiliano Martinez: এমির বিশ্বকাপ পদকের পাহারায় লাদেনকে খুঁজে বের করা বেলজিয়ান মালিনয়েজ!

ফের শিরোনামে সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাড়িতে কিনে আনলেন কয়েক লক্ষ টাকা দামের কুকুর। তবে পোষার জন্য নয়। এই কুকুর কেনার পিছনে কারণ রয়েছে।

Emiliano Martinez: এমির বিশ্বকাপ পদকের পাহারায় লাদেনকে খুঁজে বের করা বেলজিয়ান মালিনয়েজ!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 10:00 AM

বুয়েনস আইরেস: জঙ্গি দমন এবং সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বিশ্বের প্রথম সারির প্রশিক্ষিত বাহিনীর পছন্দ বেলজিয়ান মালিনয়েজ কুকুর। যেমন কর্মক্ষমতা, তেমনই বুদ্ধি। ওসামা বিন লাদেন এবং আবু বক্কর আল বাগদাদির ডেরা পর্যন্ত পৌঁছে এই কুখ্যাতদের খুঁজে বের করতে সাহায্য করেছিল বেলজিয়ান মালিনয়েজ (Belgian Malinois Dog)। সন্ত্রাসবাদী কার্যকলাপ রোখা এবং নিরাপত্তার জন্য় মার্কিন সিল, ভারতের সিআরপিএফ, আইটিবিএফ, এনএসজির মতো বাহিনী যে প্রজাতির কুকুর ব্যবহার করে তা এখন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) বাড়িতে! ভারতীয় মুদ্রায় কড়কড়ে ২০ লাখ টাকা খরচ করে ওই বিশেষ প্রজাতির সারমেয়টিকে ঘরে এনেছেন এমি। কিন্তু এমির এমন হিংস্র, ভয়ঙ্কর কুকুরের প্রয়োজন পড়ল কেন? নাহ্, নেহাতই পোষ মানানোর জন্য বেলজিয়ান মালিনয়েজ ঘরে আনেননি। তার পিছনে রয়েছে অবাক করে দেওয়া এক কারণ। জেনে নিন TV9 bangla-র এই প্রতিবেদনে।

কাতারে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে গোল্ডেন গ্লাভস পুরস্কার উঠেছে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের হাতে। প্রশংসার পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন এমি। প্রতিপক্ষকে টার্গেট করে সোনার দস্তানার পুরস্কার হাতে সেলিব্রেশনের কায়দা, এমবাপেকে নিয়ে ঠাট্টা করার জন্য তোপের মুখে পড়েন। যাই হোক, বিশ্বকাপ জয়ের উদযাপন, ক্রিসমাস ও বর্ষবরণ শেষে এ বার ক্লাব ফুটবলে ফেরার পালা এমির। প্রিমিয়র লিগের ক্লাব অ্যাস্টন ভিলার গোলরক্ষক মিডল্যান্ডে পৌঁছে গিয়েছেন। সেখানেই গিয়েই ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার আর্জেন্টাইন গোলরক্ষক কিনে নিয়েছেন ২০ লাখ টাকা মূল্যের বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হিংস্র, বন্য স্বভাবের বেলজিয়ান মালিনয়েজ কুকুর। এখন থেকে ভীষণ ক্ষিপ্র, শক্তিশালী এবং প্রভু ভক্ত এই কুকুর এমিলিয়ানোর পশ্চিম মিডল্যান্ডের বিলাসবহুল প্রাসাদ পাহারা দেবে। সেখানে মার্টিনেজ ছাড়াও থাকেন তাঁর স্ত্রী আমান্ডা, ছেলে সান্তি এবং মেয়ে এভা। বিশ্বকাপ পদক ও গোল্ডেন গ্লাভস পুরস্কার এমির বাড়ির সবচেয়ে মূল্যবান দুটি বস্তু। পরিবার ও মূল্যবান বস্তুগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে বেলজিয়ান মালিনয়েজ এখন এমির বাড়ির আরও এক সদস্য।

‘এলিট প্রটেকশন ডগ’ নামে একটি সংস্থা ৩৫ বছর ধরে ধনী ও বিখ্যাত মানুষদের এরকম প্রশিক্ষিত পাহারাদার সারমেয় সরবরাহ করে আসছে। এমি ছাড়াও তাদের ফুটবলার ক্লায়েন্ট হলেন বিশ্বকাপ ফাইনাল খেলা ফ্রান্সের তথা টটেনহ্যামের গোলরক্ষক হুগো লরিস। এছাড়া চেলসি এবং ইংল্যান্ডের ডিফেন্ডার অ্যাশলে কোল, হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন টাইসন ফিউরির কাছেও এমন পাহারাদার কুকুর রয়েছে। সারা বিশ্বে বেলজিয়ান মালিনয়েজ প্রজাতির কুকুর মিলিটারি এবং পুলিশের প্রথম পছন্দ।