FIFA World Cup 2022 Highlights: ফ্রান্সকে হারিয়েও বিদায় তিউনিশিয়ার, নকআউটে অস্ট্রেলিয়া

| Edited By: | Updated on: Nov 30, 2022 | 10:50 PM

World Cup 2022 Matches Live Score Updates in Bengali: কাতার বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই লাইভ ব্লগে।

FIFA World Cup 2022 Highlights: ফ্রান্সকে হারিয়েও বিদায় তিউনিশিয়ার, নকআউটে অস্ট্রেলিয়া
কাতার বিশ্বকাপের লাইভ আপডেট

দোহা: দারুণ উপভোগ্য জায়গায় পৌঁছে গিয়েছে বিশ্বকাপ (FIFA World Cup 2022)। গ্রুপ পর্বের খেলা এখনও চলছে। তার মধ্যে শেষ ষোলোয় পৌঁছে ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, ইংল্যান্ড, সেনেগাল, মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ ষোলো নিশ্চিত করা বাকি রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের মতো দলগুলির। নক আউট নিশ্চিত করতে আজ পোল্যান্ডের বিরুদ্ধে  অগ্নিপরীক্ষার মুখে আর্জেন্টিনা। মেসি বনাম লেওয়ানডস্কির লড়াইয়ে কোন দল বাজিমাত করবে সেটাই দেখার। ফলে একটা হাড্ডাহাড্ডি ম্যাচের আশা করাই যায়। রয়েছে সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচ। রাত ১২.৩০ থেকে দুটি ম্যাচ একইসময়ে। তার আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামে ফ্রান্স ও তিউনিশিয়া। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দারুণ লড়াই দিল তিউনিশিয়া। গ্রুপ পর্বের শেষ নাটকীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দেয় ওয়াবি খাজরিরা। যদিও ভাগ্যের ফেরে জিতেও নকআউটের জন্য যোগ্যতা অর্জন করতে পারল না তিউনিশিয়া। কারণ নকআউটে যাওয়ার লড়াইয়ে ডেনমার্কের বিরুদ্ধে বাজিমাত অস্ট্রেলিয়ার। ১-০ গোলে ম্যাচটি জিতে এশিয়ার দল হিসেবে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়া।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Nov 2022 10:44 PM (IST)

    হেরেও শীর্ষে ফ্রান্স

    গ্রুপ ডি-এর দুটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র শীর্ষে ফ্রান্স। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া।

  • 30 Nov 2022 10:34 PM (IST)

    ফ্রান্সকে হারিয়ে চমক তিউনিশিয়ার

    মাথা উঁচু করে কাতার বিশ্বকাপ থেকে বিদায় তিউনিশিয়ার। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে নাটকীয় ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তিউনিশিয়া। কিন্তু অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচটি সকারুসরা ১-০ গোলে জিতে যাওয়ায় ফ্রান্সকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল তিউনিশিয়াকে। নাটকীয় ম্যাচের শেষ মুহূর্তে গোল করেন আন্তোনিও গ্রিজম্যান। যদিও ভিএআর চেক করে গোল বাতিল করে দেন রেফারি। তিন পয়েন্ট পেলেও কাজে লাগল না ওয়াবি খাজরিদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ তিউনিশিয়ার কাছে হেরে চিন্তায় পড়েন গেলেন কোচ দিদিয়ের দেশঁ।

  • 30 Nov 2022 10:27 PM (IST)

    নকআউটে অস্ট্রেলিয়া

    ডেনমার্ককে ১-০ হারিয়ে কাতার বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়া। ছিটকে গেলেন এরিকসেনরা।

  • 30 Nov 2022 09:58 PM (IST)

    ডেনমার্কের বিরুদ্ধে এগিয়ে অস্ট্রেলিয়া

    ডেনমার্কের বিরুদ্ধে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ৬০ মিনিটে ম্যাথু লেকির গোলে এগিয়ে গিয়েছে সকারুসরা। অস্ট্রেলিয়া জিতলে তিউনিশিয়ার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ডেনমার্ক ০-১ অস্ট্রেলিয়া।

  • 30 Nov 2022 09:49 PM (IST)

    গোওওওললল…

    ৫৭ মিনিটে প্রায় ৩০ গজ দৌড়ে তিউনিশিয়ার অধিনায়ক ওয়াবি কাজরির করা গোলে এগিয়ে গেল তিউনিশিয়া। এ বারের বিশ্বকাপের প্রথম গোল তিউনিশিয়ার। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তিউনিশিয়ার সমর্থকরা। ফলাফল ফ্রান্স ০-১ তিউনিশিয়া।

  • 30 Nov 2022 09:30 PM (IST)

    দ্বিতীয়ার্ধে মোড় ঘুরবে?

    এ বারের বিশ্বকাপে আসল খেলা শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধে। তাই ম্যাচ নিয়ে প্রেডিকশনের দিকে যাওয়াটাই ভুল। তবে এই স্কোরলাইন শেষ পর্যন্ত বজায় থাকলে গ্রুপ ডি থেকে ফ্রান্সের সঙ্গে নকআউটে যাবে অস্ট্রেলিয়া।

  • 30 Nov 2022 09:22 PM (IST)

    অস্ট্রেলিয়া-ডেনমার্ক: প্রথমার্ধ ০-০

    গ্রুপ ডি-র অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচটির প্রথমার্ধের ফলাফলও ০-০। গোলের সুবর্ণ সুযোগ মিস করেন ক্রিশ্চিয়ান এরিকসেন। শেষ ষোলোর টিকিট পেতে মরিয়া দুটি দলই।

  • 30 Nov 2022 09:19 PM (IST)

    ফ্রান্স-তিউনিশিয়া: প্রথমার্ধ গোলশূন্য

    ফ্রান্স-তিউনিশিয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য রইল। তিউনিশিয়ার ভালো লড়াই। সুযোগ নষ্ট ফ্রান্সের। গ্রুপ ডি-র ফ্রান্স-তিউনিশিয়া ম্যাচের প্রথমার্ধ ০-০।

  • 30 Nov 2022 08:45 PM (IST)

    তিউনিশিয়ার গোল বাতিল

    ফ্রান্সের নতুন টিমকে চেপে ধরতে মরিয়া তিউনিশিয়া। ম্যাচের প্রথম ৭ মিনিটেই ফ্রান্সের জালে বল জড়িয়ে দিয়েছিলেন নাদের ঘানদ্রি। তবে ভার চেক করে রেফারি অফসাইড ঘোষণা করেন। একটুর জন্য বিপদ এড়াল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

  • 30 Nov 2022 08:38 PM (IST)

    চলছে অস্ট্রেলিয়া-ডেনমার্ক

    একই সময়ে আল জানৌব স্টেডিয়ামে শুরু হয়েছে অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ম্যাচ। দুটি দলের কাছেই শেষ ষোলোয় ওঠার সুযোগ।

  • 30 Nov 2022 08:34 PM (IST)

    শুরু ফ্রান্স-তিউনিশিয়া ম্যাচ

    ফ্রান্স আগেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে। ফুরফুরে মেজাজে তিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামল দিদিয়ের দেশঁর দল। ফ্রান্স টিমে নয়টি পরিবর্তন এনেছেন দেশঁ। বিশ্রামে কিলিয়ান এমবাপে।

  • 30 Nov 2022 07:34 PM (IST)

    ঘণ্টা খানেক পর শুরু হবে গ্রুপ-ডি এর দুই ম্যাচ

    আজ রাত ৮.৩০ মিনিটে শুরু হবে কাতার বিশ্বকাপের গ্রুপ-ডি এর দুটি ম্যাচ।

  • 30 Nov 2022 06:40 PM (IST)

    ফিফার নতুন নিয়মে কাতারে স্বস্তি ফুটবল সমর্থকদের!

    অবশেষে মিলল সবুজ সঙ্কেত! রেনবো আর্মব্যান্ড, ব্যানার, টি-শার্ট নিয়ে যে বিতর্ক চলছিল কাতার বিশ্বকাপে, তা আপাতত ধামাচাপা দিতে আসরে নামল ফিফা।

    পড়ুন বিস্তারিত – FIFA World Cup 2022: চাপের মুখে সিদ্ধান্ত বদল, ফিফার নতুন নিয়মে কাতারে স্বস্তি ফুটবল সমর্থকদের!

  • 30 Nov 2022 06:05 PM (IST)

    ফ্যানেদের রিঅ্যাকশন

    গ্রুপ এ ও বি-এর ম্যাচের পর ফ্যানেদের রিঅ্যাকশন কেমন ছিল জানেন? দেখে নিন ফিফার শেয়ার করা এই ভিডিয়োতে।

  • 30 Nov 2022 04:47 PM (IST)

    কাতার বিশ্বকাপে নেমে পড়ার পরও আলোচনাতেই রোনাল্ডো

    বিশ্বকাপ হোক আর ক্লাব ফুটবল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সব সময় আলোচনায়। বলা উচিত, তাঁকে বাদ দিয়ে ফুটবল ভাবাই যাবে না! বিতর্ক থেকে বিনোদন, সব কিছুর শিরোনামে সিআর সেভেনই।

    পড়ুন বিস্তারিত- Cristiano Ronaldo: বিশ্বকাপের বাজারে বিশ্বরেকর্ড রোনাল্ডোর! কী ভাবে গড়তে চলেছেন এই রেকর্ড?

  • 30 Nov 2022 03:10 PM (IST)

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেই সান্দ্রো

    ক্যামেরুনের বিরুদ্ধে পরের ম্যাচে দলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রোকে পাচ্ছেন না ব্রাজিল কোচ তিতে।

    পড়ুন বিস্তারিত: Alex Sandro: ব্রাজিল শিবিরে ফের চোট আতঙ্ক, পরের ম্যাচে নেই সান্দ্রো

  • 30 Nov 2022 02:57 PM (IST)

    ছেলের সঙ্গে সাক্ষাৎ লাইবেরিয়ার প্রেসিডেন্টের

    পিতা-পুত্রের সাক্ষাৎ। বিশ্বকাপের শেষ-১৬-তে পৌঁছে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র দলের ফুটবলার টিমোথির সঙ্গে সাক্ষাৎ লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়ার।

  • 30 Nov 2022 12:47 PM (IST)

    সেনেগালের স্বপ্নের নায়ক

    ২০০২ সালের বিশ্বকাপে সেনেগাল দলের অধিনায়ক ছিলেন। সেবারও নকআউটে পা রেখেছিল সেনেগাল। ২০ বছর পর এবার কোচ হিসেবে দলকে বিশ্বকাপের নকআউটে নিয়ে গেলেন অ্যালিউ সিসে। পশ্চিম আফ্রিকার দেশটির স্বপ্নের নায়ক।

  • 30 Nov 2022 11:57 AM (IST)

    দিনের প্রথম দুই ম্যাচ

    দিনের প্রথম দুটি ম্যাচ রয়েছে তিউনিশিয়া ও ফ্রান্স, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

    গ্রুপ ‘ডি’ র শেষ ম্যাচ কাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে

  • 30 Nov 2022 11:55 AM (IST)

    জিততেই হবে মেসিদের

    বিশ্বকাপে টিকে থাকতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনা ও পোল্যান্ডকে। বাজিমাত করবে কোন দল? আর্জেন্টাইন সমর্থকদের মনোবাসনা পূর্ণ হবে?

    মিশন নকআউট: কোন অঙ্কে দাঁড়িয়ে আর্জেন্টিনা?

  • 30 Nov 2022 11:20 AM (IST)

    বিশ্বকাপে ভারতের প্রতিনিধি নোরা

    ফিফা ফুটবল বিশ্বকাপের মঞ্চে এই প্রথম কোনও ভারতের প্রতিনিধি। গর্বিত ভারতীয়রা।

    View this post on Instagram

    A post shared by Nora Fatehi (@norafatehism)

  • 30 Nov 2022 11:11 AM (IST)

    ফিফার মঞ্চ মাতালেন নোরা

    ফিফা ফ্যান ফেস্টিভ্যাল মাতিয়ে দিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মঞ্চে ওড়ালেন ভারতের জাতীয় পতাকা।

    View this post on Instagram

    A post shared by Nora Fatehi (@norafatehism)

  • 30 Nov 2022 11:03 AM (IST)

    ইংল্যান্ডের জয়ের নায়করা

    যুবভারতী কাঁপিয়ে গিয়েছে দু’জনই। মার্কাশ ব়্যাশফোর্ড এবং ফিল ফডেন। মঙ্গলবার রাতে ওয়েলসের বিরুদ্ধে গোল করে ম্যাচের মোড় ঘোরালেন ইংল্যান্ডের এই দুই তরুণ।

  • 30 Nov 2022 10:59 AM (IST)

    ফিফা ফ্যান ফেস্টিভ্যাল

    জমে গেল ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। প্রিয় দলের পতাকা হাতে নাচ, গানে মাতলেন সমর্থকরা।

Published On - Nov 30,2022 10:55 AM

Follow Us: