প্রয়াত জার্মানির বিশ্বজয়ী ফুটবলার ও কোচ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

Franz Beckenbauer Dies: বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন। প্রয়াত ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। বিশ্ব ফুটবলে মাত্র তিনজনের কীর্তি রয়েছে প্লেয়ার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতার। তাঁদের মধ্যে একজন জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ৭৮ বছরে প্রয়াত হলেন তিনি। সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম বেকেনবাওয়ার। জার্মানি ফুটবলের আইকন। দেশের জার্সিতে ১০৪টি ম্যাচ খেলেছেন।

প্রয়াত জার্মানির বিশ্বজয়ী ফুটবলার ও কোচ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Jan 09, 2024 | 12:07 AM

কলকাতা: বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন। প্রয়াত ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। বিশ্ব ফুটবলে মাত্র তিনজনের কীর্তি রয়েছে প্লেয়ার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতার। তাঁদের মধ্যে একজন জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ৭৮ বছরে প্রয়াত হলেন তিনি। সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম বেকেনবাওয়ার। জার্মানি ফুটবলের আইকন। দেশের জার্সিতে ১০৪টি ম্যাচ খেলেছেন। ১৯৭৪ সালে তাঁর নেতৃত্বেই বিশ্ব চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট জার্মানি (জার্মানি)। তার ১৬ বছর পর কোচ হিসেবেও বিশ্বকাপ জেতেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেকেনবাওয়ারের পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘুমের মধ্যেই প্রয়াত হন কিংবদন্তি ফুটবলার। জার্মান নিউজসংস্থা ডিপিএ-র খবর অনুযায়ী, পরিবারের তরফে অনুরোধ করা হয়েছে, যাতে কোনও প্রশ্ন না করা হয়। ঘুমের মধ্যে মৃত্যু হলেও কারণটা পরিবারের তরফে পরিষ্কার করা হয়নি। তবে দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতার কারণে সমস্যায় ছিলেন বেকেনবাওয়ার, জার্মান সংবাদমাধ্যমে এমনই খবর।

জার্মান ফুটবলের কিংবদন্তি চরিত্র ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। তাঁর মতো সেন্ট্রাল ডিফেন্ডার বিশ্ব ফুটবলে কমই এসেছে। ১৯৬৬ সালে বিশ্বকাপ ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরেছিল তৎকালীন ওয়েস্ট জার্মানি। তবে ১৯৭৪ সালে সেই স্বপ্ন পূরণ হয়। বেকেনবাওয়ারের নেতৃত্বেই বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি। ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্ব জয়ের কৃতিত্ব বেকেনবাওয়ারের।

কোচ এবং প্লেয়ার হিসেবে বিশ্বকাপ জয়ের নজির ছিল বেকেনবাওয়ার, ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালোর। ২০১৮ সালে এই তালিকায় নাম ওঠে ফ্রান্সের দিদিয়ের দেশঁর। কাকতলীয় হলেও, মারিও জাগালোর মৃত্যুর দু-দিনের মধ্যেই প্রয়াত হলেন বেকেনবাওয়ারও। কোচ এবং প্লেয়ার হিসেবে বিশ্বজয়ী কোচ হিসেবে রইলেন একমাত্র দিদিয়ের দেশঁ। বাকি দু-জন দু-দিনের ব্যবধানে না ফেরার দেশে।