Indian Football: ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের দেশের জার্সিতে খেলানোর উদ্যোগ ফেডারেশনের
Indian Football NEWS: বিদেশের লিগে নজর কাড়া সেই সমস্ত ফুটবলারদের নিয়ে একটি সফল তালিকা তৈরি করবে। ২০২৪ সালের ৩১ জানুয়ারির মধ্যে ফেডারেশনের কাছে সেই রিপোর্ট জমা দেবে এই বিশেষ টাস্ক ফোর্স।

নয়াদিল্লি: আরও এক নতুন উদ্যোগ নিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ফেডারেশন সভাপতির চেয়ারে বসার পরই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন। কল্যাণের নেতৃত্বে আরও এক অভিনব পদক্ষেপ নিল ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলের জার্সিতে খেলানোর উদ্যোগ নিল এআইএফএফ। শুধু ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররাই নন, বিদেশে থাকা ভারতীয় নাগরিকদেরও দেশের জার্সিতে খেলানোর পরিকল্পনা ফেডারেশনের। মাইকেল চোপড়া, বিকাশ ধোরাসুর মতো ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা বিদেশের ফুটবলে নজর কাড়লেও জাতীয় দলে তাঁদের ঠাঁই হয়নি। এমনকি এখনও ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে খেলানোর নিয়ম নেই। ভবিষ্যতে যাতে নিয়ম বদলানো যায়, তারই পদক্ষেপ শুরু করল ফেডারেশন। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
পঞ্জাব ফুটবল সংস্থার প্রেসিডেন্ট সমীর থাপারের নেতৃত্বে এক বিশেষ টাস্ক ফোর্স গঠন করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিয়ে বিশেষ ডাটা তৈরি করবে এই টাস্ক ফোর্স। বিদেশের লিগে নজর কাড়া সেই সমস্ত ফুটবলারদের নিয়ে একটি সফল তালিকা তৈরি করবে। ২০২৪ সালের ৩১ জানুয়ারির মধ্যে ফেডারেশনের কাছে সেই রিপোর্ট জমা দেবে এই বিশেষ টাস্ক ফোর্স।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এ প্রসঙ্গে বলেন, ‘টাস্ক ফোর্সের প্রথম কাজই হবে ভারতীয় বংশোদ্ভূত এবং বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের একটি তালিকা তৈরি করা। বিদেশের বিভিন্ন লিগে বা বিদেশের অনেক জাতীয় দলেই এমন ফুটবলার রয়েছে, যারা ভারতের নাম উজ্জ্বল করছে। আমরা জানি, এ দেশে সেই সমস্ত ফুটবলারদের খেলানোর নিয়ম নেই। তবে সেই সফল ফুটবলারদের তালিকা পেলে আমরা এ বিষয়ে একটি গঠনমূলক আলোচনা করতে পারি। আমরা জোর গলায় সেই সমস্ত ফুটবলারদের দেশের জার্সিতে খেলানোর দাবি জানাতে পারি। তাই জন্যই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ভারতীয় ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবরকম পদক্ষেপই আমরা নিচ্ছি।’





