Lionel Messi : মাকড়সার কামড়ে তিনদিন ধরে হাসপাতালে ভর্তি মেসির সতীর্থ!
ফ্লোরিডায় ছুটি কাটাতে গিয়েছিলেন মার্শম্যান। সেখানকার এক চিড়িয়াখানায় বেড়াতে যাওয়াই কাল হল। বিষাক্ত মাকড়সার কামড়ে সোজা হাসপাতালে যেতে হয়েছে তাঁকে।

কলকাতা : কী কাণ্ড! বিষাক্ত মাকড়সার কামড় খেয়ে হাসপাতালে ভর্তি লিওনেল মেসির (Lionel Messi) নতুন দল ইন্টার মায়ামির সতীর্থ। ইন্টার মায়ামির গোলরক্ষক নেদারল্যান্ডসের নিক মার্শম্যান। ফ্লোরিডায় ছুটি কাটাতে গিয়েছিলেন মার্শম্যান। সেখানকার এক চিড়িয়াখানায় বেড়াতে যাওয়াই কাল হল। বিষাক্ত মাকড়সার কামড়ে সোজা হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ঘটনার বিবরণ দিয়েছেন ইন্টার মায়ামির গোলরক্ষকের স্ত্রী। লিওনেল মেসি আসন্ন মরসুমে ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে খেলবেন। মেসির সৌজন্যে খবরের শিরোনামে ইন্টার মায়ামি। তাই দলের গোলকিপারের হাসপাতালে ভর্তির খবর ছড়াতে সময় লাগেনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
মার্শম্যানের স্ত্রী নাতালি ড্যান ডেক্কার হলে একজন আইনজীবী এবং প্রাক্তন মিস নেদারল্যান্ডস বিজয়ী। নিজের ইনস্টাগ্রামে স্বামীর অসুস্থতার খবর শেয়ার করে নাতালি লেখেন, “ট্রপিকাল ক্লাইমেটে থাকার নেতিবাচক দিক হল যে আপনি চিড়িয়াখানা গেলেও বিষাক্ত মাকড়সা কামড়ে দেয়। যার ফলে ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে।” পরে আরও একটি পোস্ট দিয়ে মার্শম্যানের অনুরাগীদের স্বস্তি দেন নাতালি। ইন্টার মায়ামির গোলরক্ষকের স্বাস্থ্যের আপডেট দিয়ে তিনি লেখেন, “তোমাকে বাড়ি ফিরতে দেখে আমরা খুশি। এ বার দ্রুত সুস্থ হয়ে ওঠো।” তিন দিন হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরেছেন নিক মার্শম্যান। সুস্থ হয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে তাঁর।
সামার ব্রেকের পরই মার্শম্যানদের সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দেবেন লিওনেল মেসি। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে খেলার পর আপাতত রোজারিওতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মেসি।





