করোনা আক্রান্ত সুয়ারেজ

এবার করোনা আক্রান্ত লুইস সুয়ারেজ। উরুগুয়ের জন্য বড় ধাক্কা।

করোনা আক্রান্ত সুয়ারেজ
করোনা আক্রান্ত সুয়ারেজ (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Updated on: Nov 21, 2020 | 12:18 PM

TV9 বাংলা ডিজিটাল : করোনা (COVID-19) আক্রান্ত  লুইস সুয়ারেজ (Luis Suarez) । বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারবেন না উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা। খেলতে পারবেন না লা লিগাতে তাঁর পুরনো দল বার্সেলোনার বিরুদ্ধেও  ।

উরুগুয়ান ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ এবং গোলকিপার রডরিগো মুনোজ করোনা আক্রান্ত। শুধু তাই নয়, জাতীয় দলের এক কর্তা মাতিয়াস ফারালও করোনা আক্রান্ত। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন উরুগুয়ে দলের ডিফেন্ডার মাতিয়াস ভিনা ।

ব্রাজিলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে  সেরা দুই ফুটবলার খেলতে না পারার জন্য মাথায় হাত পড়েছে উরুগুয়ের। এর পাশাপাশি ২ বারের বিশ্বকাপজয়ী দলকে ভাবাচ্ছে দলের অন্য ফুটবলারদের করোনা পরীক্ষার রিপোর্ট কি আসবে।

বিশ্বকাপের বাছাইপর্বের ৩টি ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে  ২ নম্বরে আর্জেন্টিনা । ৬ পয়েন্ট পেলেও গোলপার্থক্যে ৩ আর  ৪ নম্বরে রয়েছে  ইকুয়েডর এবং উরুগুয়ে।