এবার করোনার কবলে রোনাল্ডিনহো
করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো গাউচো। বেলো ওরিজন্তে শহরে করোনা পরীক্ষার পরে জানা গেছে যে তিনি করোনায় আক্রান্ত।
ফুটবল জগৎ থেকে আবারও খারাপ খবর । করোনা ( Covid-19 ) আক্রান্ত হলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো গাউচো ( Ronaldinho Gaucho )। সোশ্যাল সাইটে তিনি নিজেই তাঁর করোনা আক্রান্ত ( Covid-19 positive ) হওয়ার খবর জানিয়েছেন। তবে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। তিনি আপাতত নিভৃতবাসে ( home isolation ) রয়েছেন।
স্পেনের ক্লাব বার্সেলোনা ( Barcelona ) এবং ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে ( Paris Saint-Germain ) খেলা রোনাল্ডিনহো ( Ronaldinho ) বর্তমানে আছেন ব্রাজিলের বেলো হোয়াইজোন্তে শহরে। ইউরোপের ক্লাব ছাড়ার পরে এই শহরের ক্লাব আতলেতিকো মিনেইরোতেও খেলেছেন তিনি। এই শহরেই করোনা পরীক্ষার পরে জানা যায় যে রোনাল্ডিনহো করোনায় আক্রান্ত হয়েছেন।
রোনাল্ডিনহো রবিবার ইনস্টাগ্রামে প্রকাশিত তাঁর এক ভিডিয়োতে বলেন, ”আমি গতকাল বেলো হোরাইজন্তেতে এসেছি। সেখানেই করোনা পরীক্ষার পরে ধরা পড়েছে আমি করোনা আক্রান্ত। তবে এই মুহূর্তে ভাল আছি। শরীরে কোনও উপসর্গ নেই এখনও পর্যন্ত।”
এসি মিলান, গ্রেমিয়ো, ও ফ্ল্যামেঙ্গো ক্লাবে খেলা এই প্রাক্তন ফুটবলার আরও জানিয়েছেন যে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তিনি স্থানীয় একটি হোটেলে নিভৃতবাসে থাকবেন।
চলতি বছরটা মোটেই ভালো যাচ্ছে না রোনাল্ডিনহোর। জাল পাসপোর্ট নিয়ে দেশে প্রবেশের দায়ে অভিযুক্ত হয়ে, প্যারাগুয়ের কারাগারে বেশ কয়েক মাস নিজের দাদা এবং বাণিজ্যিক আধিকারিকের আটক ছিলেন রোনাল্ডিনহো।