Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুচিত্রার কথা অমান্য করে মুনমুন বিয়ের পর এই কাণ্ড করে বসেন, মেলে ভয়ানক শাস্তি

Tollywood Inside: মুনমুনের মাসিশাশুড়ি রাজমাতা গায়েত্রীদেবীও পুরোদস্তুর পাশে ছিলেন সুচিত্রার। শোনা যায় মায়ের সঙ্গে শর্ত ছিল মুনমুনের–বিয়ের পর আর অভিনয় করবেন না তিনি। সব ছেড়ে পুরোপুরিভাবে মন বসাবেন সংসারেই।

সুচিত্রার কথা অমান্য করে মুনমুন বিয়ের পর এই কাণ্ড করে বসেন, মেলে ভয়ানক শাস্তি
Follow Us:
| Updated on: Mar 29, 2025 | 1:44 PM

অনেক খুঁজে পেতে একমাত্র সন্তান কন্যা মুনমুনের দেব বর্মা রাজপরিবারে বিয়ের ব্যবস্থা করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। মুনমুনের মাসিশাশুড়ি রাজমাতা গায়েত্রীদেবীও পুরোদস্তুর পাশে ছিলেন সুচিত্রার। শোনা যায় মায়ের সঙ্গে শর্ত ছিল মুনমুনের–বিয়ের পর আর অভিনয় করবেন না তিনি। সব ছেড়ে পুরোপুরিভাবে মন বসাবেন সংসারেই।

কিন্তু মায়ের কথার খেলাফ করেছিলেন মুনমুন। অনেকটা স্বামী ভরত দেব বর্মার উৎসাহেই মুনমুন ফিরেছিলেন তাঁর অভিনয় পেশায়। সেই খবর সুচিত্রার কানে যেতেই ভয়ানক চটে গিয়েছিলেন তিনি। একটা গোটা বছর কন্যার সঙ্গে কোনও কথাই বলতেন না তিনি। মুনমুন একবার বলেছিলেন, “মা আমার উপর এত রাগ করেছিলেন যে, একটা গোটা বছর কোনও কথাই বলেননি আমার সঙ্গে। আমি মায়ের কাছে যেতাম দুই মেয়ে রিয়া-রাইমাকে নিয়ে। ওদের সঙ্গে মা কথা বলতেন। কিন্তু আমি এক কোণে বসে থাকতাম। আমার দিকে ফিরেও তাকাতেন না।”

আসলে সুচিত্রা নিজেও কোনওদিনও অভিনয় করতে চাননি। স্ত্রীকে জোর করেই সিনেমায় অভিনয় করতে পাঠিয়েছিলেন তাঁর স্বামী দিবানাথ সেন। ফলে মুনমুনও সংসার ছেড়ে, কন্যাদের ছেড়ে অভিনয় নিয়ে মেতে থাকুক তা এক্কেবারেই চাননি সুচিত্রা। কিন্তু মুনমুনের স্বামী উদার মনের মানুষ। স্ত্রীকে কোনওকিছুতেই মানা করেননি তিনি। মুনমুন তাঁর স্বামীকে ‘হাবি’ বলে ডাকতেন। বলেছিলেন, “হাবি বরাবরই খুব সাপোর্টিভ। ও আমাকে খুবই এনকারেজ করত। মেয়েদের জন্মের পর আমাকে বলেছিল, তুমি ১৫ দিন কাজ করো, ১৫ দিন ওদের সঙ্গে থাকো। আমি তাই-ই করতাম…”