Indian Football Transfer News: মোহনবাগানের সঙ্গে প্রীতমের সম্পর্কে ইতি, সবুজ-মেরুনে সই করলেন আব্দুল সামাদ
Pritam Kotal: আইএসএলের গত মরসুমে প্রীতম কোটালের ক্যাপ্টেন্সিতেই চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। আজ, শুক্রবার দুপুরে মোহনবাগানের পক্ষ থেকে প্রীতমের ক্লাব ছাড়ার খবর জানানো হয়েছে।
কলকাতা: অবশেষে মোহনবাগান ছাড়লেন প্রীতম কোটাল (Pritam Kotal)। আইএসএলের গত মরসুমে প্রীতমের ক্যাপ্টেন্সিতেই চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এ বার তাঁকে দেখা যাবে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে। আসলে কেরালার সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সোয়াপ ডিল চলছে। তাই ওই ডিল অনুযায়ী কেরালা ব্লাস্টার্স থেকে সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad) এসেছেন মোহনবাগানে। আর প্রীতম যাচ্ছেন কেরালায়। আজ, শুক্রবার দুপুরে মোহনবাগানের পক্ষ থেকে প্রীতমের ক্লাব ছাড়ার খবর জানানো হয়। পাশাপাশি সবুজ-মেরুনে ভারতীয় ফুটবলের পোস্টার বয় সাহাল আব্দুল সামাদের যোগ দেওয়ার খবরও জানানো হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
A Mohun Bagan legend ?❤️
Thank you for everything, @KotalPritam!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/tlXU92eV73
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 14, 2023
সবুজ-মেরুন ছাড়লেন প্রীতম কোটাল, এলেন সাহাল আব্দুল সামাদ
গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সবুজ-মেরুন ছাড়ছেন প্রীতম কোটাল। এ বার সেই খবরেই সিলমোহর। কেরালা ব্লাস্টার্সে আগামী ৩ বছর খেলতে দেখা যাবে প্রীতমকে। অন্যদিকে ৫ বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে এলেন সাহাল আব্দুল সামাদ। দিন দুয়েক আগেই ব্যাডমিন্টন তারকা রেজার সঙ্গে বিয়ে হয়েছে সামাদের। জীবনের নতুন অধ্যায় শুরু করার পাশাপাশি এ বার নতুন ক্লাবের জার্সিতেও দেখা যাবে তাঁকে।
Mariners, the wait is over! Time for a SUPER GIANT signing ?@sahal_samad ?❤️
? AIFF Media Team#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/lsVClZhigG
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 14, 2023
সবুজ-মেরুনে যোগ দিয়ে আব্দুল সামাদ জানান, তিনি সতীর্থদের কাছে শুনেছেন মোহনবাগানের জার্সি পরে খেলার আবেগ অন্য রকম। তাই ওই জার্সি পরে তিনি খেলবেন ভেবেই গর্বিত বোধ করছেন। মোহনবাগানে যোগ দিয়েই আব্দুল সামাদের মুখে শোনা গিয়েছে, ডার্বির কথা। তিনি জানান, ডার্বির সময় গ্যালারির অবস্থা কেমন থাকে তিনি অনেকবার টেলিভিশনে দেখেছেন। এ বার সেই ডার্বিতে তিনি খেলবেন ভেবেই রোমাঞ্চিত বোধ করছেন।
ভারতীয় ফুটবলের পোস্টার বয় বলা হয় আব্দুল সামাদকে। তিনি জানান, তাঁর বিয়ের পর মোহনবাগানের সঙ্গে এই চুক্তি তাঁর কাছে সেরা উপহার। ২ জন বিশ্বকাপার, ইউরো কাপে খেলা বিদেশিদের সঙ্গে খেলতে পারবেন ভেবে তিনি উচ্ছ্বসিত। দেশের হয়ে প্রচুর ম্যাচে খেললেও এএফসি কাপে তিনি বেশি খেলেননি। তাই এ বার সেই সুযোগটা পেয়ে সামাদ জানিয়েছেন, সবক’টা ম্যাচ জিততে হবে। কঠিন হলেও তাঁর লক্ষ্য থাকবে দলকে জেতানো।