লিগ শীর্ষেই রইল ম্যাঞ্চেস্টার সিটি

শনিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ফুলহামের (Fulham) ঘরের মাঠে ৩-০ গোলে ফুলহামকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এই নিয়ে টানা ৮ টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত গ্যাব্রিয়েল জেসুসরা। এদিনের ম্যাচে প্রথম থেকেই ফুলহামের ছেলেদের লড়াই করতে দেখা যায়। কিন্তু সিটির মতো শক্তিশালী দলকে শেষমেশ হারাতে পারেনি স্কট পার্কারের দল।

| Updated on: Mar 14, 2021 | 3:24 PM
প্রথমার্ধ গোলশূন্য। দুই দলের কোনও ফুটবলারই প্রথমার্ধে গোল করতে পারেননি। (সৌজন্যে-ফুলহাম টুইটার)

প্রথমার্ধ গোলশূন্য। দুই দলের কোনও ফুটবলারই প্রথমার্ধে গোল করতে পারেননি। (সৌজন্যে-ফুলহাম টুইটার)

1 / 5
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে সিটির প্রথম গোল জন স্টোনসের।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে সিটির প্রথম গোল জন স্টোনসের।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 5
৫৬ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যান ম্যাঞ্চেস্টার সিটি।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৫৬ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যান ম্যাঞ্চেস্টার সিটি।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 5
গোলে ফিরলেন ম্যান সিটির সের্গিও অ্যাগুয়েরো। ৬০ মিনিটে তিনি পেনাল্টি থেকে গোল করে সিটির হয়ে গোল ব্যাবধান বাড়ান। ২০২০ সালে শেফিল্ডে ইউনাইটেডের বিরুদ্ধে শেষ গোল করেছিলেন অ্যাগুয়েরো।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

গোলে ফিরলেন ম্যান সিটির সের্গিও অ্যাগুয়েরো। ৬০ মিনিটে তিনি পেনাল্টি থেকে গোল করে সিটির হয়ে গোল ব্যাবধান বাড়ান। ২০২০ সালে শেফিল্ডে ইউনাইটেডের বিরুদ্ধে শেষ গোল করেছিলেন অ্যাগুয়েরো।(সৌজন্যে-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 5
৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে পেপ গুয়ার্দিওলার দল।(সৌজন্যে-ফুলহাম টুইটার)

৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে পেপ গুয়ার্দিওলার দল।(সৌজন্যে-ফুলহাম টুইটার)

5 / 5
Follow Us: