লিগ শীর্ষেই রইল ম্যাঞ্চেস্টার সিটি
শনিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ফুলহামের (Fulham) ঘরের মাঠে ৩-০ গোলে ফুলহামকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এই নিয়ে টানা ৮ টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত গ্যাব্রিয়েল জেসুসরা। এদিনের ম্যাচে প্রথম থেকেই ফুলহামের ছেলেদের লড়াই করতে দেখা যায়। কিন্তু সিটির মতো শক্তিশালী দলকে শেষমেশ হারাতে পারেনি স্কট পার্কারের দল।
Most Read Stories