সুনীলকে ছাড়াই দুবাই যাচ্ছে ভারতীয় দল

২০১৯-এর নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলেছিল ভারত (India)। করোনা (COVID-19) পরিস্থিতির জন্য মাঝে এক বছর কোনও খেলা হয়নি।

সুনীলকে ছাড়াই দুবাই যাচ্ছে ভারতীয় দল
সুনীলকে ছাড়াই দুবাই যাচ্ছে ভারতীয় দল
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 5:51 PM

নয়াদিল্লি: আইএসএল (ISL) পর্ব শেষ। এ বার দেশের জার্সিতে পারফর্ম করার পালা প্রীতম-সন্দেশদের। জুনেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে ভারতের (Team India)। তার আগে দুবাইয়ে প্রস্তুতি শিবির সারবে ব্লু টাইগার্স। ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি ম্যাচও খেলবে ভারতীয় ফুটবল দল। অধিনায়ক সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) ছাড়াই কাল দুবাই (Dubai) রওনা দিচ্ছে ইগর স্টিম্যাচের ছেলেরা। করোনা আক্রান্ত হওয়ায় ভারতীয় দলের সঙ্গে দুবাই যেতে পারছেন না সুনীল ছেত্রী।

২০১৯-এর নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলেছিল ভারত। করোনা পরিস্থিতির জন্য মাঝে এক বছর কোনও খেলা হয়নি। জাতীয় দলের জার্সিতেও মাঠে নামা হয়নি সন্দেশ ঝিঙ্গানদের। ২৫ মার্চ ওমানের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। ২৯ তারিখ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন সন্দেশরা। দুটো ম্যাচই হবে দুবাইয়ে। ২৭ জনের ভারতীয় দল কাল দুবাই রওনা দেবে। মরুশহরে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ বলেন, ‘দীর্ঘদিন বাদে জাতীয় দলের ফুটবলাররা আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত হবে। এ বারের দলে অনেক নতুন মুখ। চূড়ান্ত দলে ঠাঁই পাওয়ার জন্য প্রস্তুতি শিবিরে প্রত্যেককে অনেক পরিশ্রম করতে হবে।’

আরও পড়ুন: নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ভিভ রিচার্ডসের

সুনীল ছেত্রীর অনুপস্থিতিতে ভারতের ফরোয়ার্ড লাইনে রয়েছেন মনবীর, লিস্টন কোলাসো, হীতেশ শর্মা, ঈশান পন্ডিতা। ৩৬ বছরের সুনীল জাতীয় দলে হয়ে ৭২ গোল করেছেন। রিহ্যাবে রয়েছেন ব্রেন্ডন ফার্নান্ডেজ, রাহুল ভেকে, সাহাল আব্দুল সামাদ এবং আশিস রাই।