Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ভিভ রিচার্ডসের

শুধু ভিভ রিচার্ডসই (Vivian Richards) নন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক রিচি রিচার্ডসন, রামনরেশ সারওয়ান, জিমি অ্যাডামসও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)।

নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ভিভ রিচার্ডসের
নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ভিভ রিচার্ডসের
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 4:57 PM

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ধন্যবাদ জানালেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ভিভ রিচার্ডস (Vivian Richards)। বিশ্বের অন্যান্য দেশে করোনার টিকাকরণের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে ভারত সরকার। করোনার মোকাবিলা করতে বিশ্বের বিভিন্ন দেশে ভারতে তৈরি কোভিড ভ্যাকসিন (Covid-19 vaccines) পাঠাচ্ছে ভারত। যেই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ভ্যাকসিন মৈত্রী’ (Vaccine Maitri)। ভারত সরকারের এই উদ্যোগে উপকৃত হয়েছে বিশ্বের অনেক দেশই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও করোনার ভ্যাকসিন বণ্টন করা হয়েছে। আর সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ভিভ রিচার্ডস।

চলতি মাসে ৪০ হাজার ভ্যাকসিন অ্যান্টিগা-বার্বুডায় দান করেছে ভারত সরকার। ইতিমধ্যেই ১ লক্ষ ৭৫ হাজার জনের টিকাকরণ হয়েছে। অ্যান্টিগা-বার্বুডার মানুষরা এতে অনেক উপকৃত হয়েছেন। প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ভিভ রিচার্ডস এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘ভারতের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাই। ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের ফলে আমাদের দেশ অনেক উপকৃত হয়েছে। অ্যান্টিগা-বার্বুডার প্রত্যেক মানুষ ভারতের কাছে কৃতজ্ঞ। আমরা ভবিষ্যতেও ভারতের সঙ্গে এই সুসম্পর্ক বজায় রাখতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশেষ ধন্যবাদ। ভারতীয় দূতাবাসকেও ধন্যবাদ জানাই।’

শুধু ভিভ রিচার্ডসই নন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক রিচি রিচার্ডসন, রামনরেশ সারওয়ান, জিমি অ্যাডামসও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গুয়ানাতে ৮০ হাজার করোনার টিকা পাঠিয়েছে ভারত। জামাইকা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস ও নেভিসেও করোনার ভ্যাকসিন পাঠিয়েছে ভারত সরকার। করোনার বিরুদ্ধে লড়তে বিশ্বের ২৫টি দেশে করোনার ভ্যাকসিন পাঠানোর উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২০ জানুয়ারি থেকে ‘ভ্যাকসিন মৈত্রী’ উদ্যোগের মাধ্যমে ভারতে তৈরি ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠায় ভারত সরকার। বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, বাহরিনসহ বিভিন্ন দেশে করোনার টিকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মিতালির মুকুটে নয়া পালক