মিতালির মুকুটে নয়া পালক
এ বার নয়া বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় প্রমিলা ব্রিগেডের নেত্রী (Mithali Raj)।
লখনউ: মহিলা ক্রিকেটে সব থেকে আলোচিত নাম এখন একটাই। মিতালি রাজ (Mithali Raj)। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দশ হাজার রানের রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে। এ বার নয়া বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় প্রমিলা ব্রিগেডের নেত্রী। একদিনের ক্রিকেটে মিতালি পূর্ণ করলেন ৭ হাজার রান।
Magnificent Mithali! ??#TeamIndia ODI skipper becomes the first woman cricketer to score 7⃣0⃣0⃣0⃣ ODI runs. ??
What a performer she has been! ??@M_Raj03 @Paytm #INDWvSAW pic.twitter.com/qDa6KZymlg
— BCCI Women (@BCCIWomen) March 14, 2021
রাজস্থানের মিতালি মহিলা ক্রিকেটের সবথেকে সফল মুখ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে মিতালি ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। এখনও পর্যন্ত মিতালি ২১৩টি একদিনের ম্যাচে খেলেছেন। এ দিনের ম্যাচে ৭১ বলে ৪৫ রান করে মিতালি তাঁর কেরিয়ারের ৭ হাজার রান পূর্ণ করলেন। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মিতালি। বিসিসিআইয়ের তরফে টুইট করা হয়, “দুর্দান্ত মিতালি! একদিনের ম্যাচে ৭ হাজার করা প্রথম মহিলা ক্রিকেটার হলেন টিম ইন্ডিয়ার মিতালি। অসাধারণ মিতালি।”
আরও পড়ুন: রেকর্ড গড়েই চলেছেন পৃথ্বী শ
৩৮ বছরের মিতালির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১৯৯৯ সালে। ভারতের ওয়ান ডে দলের ক্যাপ্টেন মিতালি, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে ৭ হাজার রানের এই রেকর্ড গড়লেন। মিতালির পরে এই রেকর্ডের তালিকায় রয়েছেন, ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শার্লট। তিনি করেছিলেন ৫৯৯২ রান।