FIFA Rankings: ৫ বছরে সেরা ব়্যাঙ্কিং, ফিফা তালিকায় ১০০ নম্বরে সুনীলের ভারত
India in FIFA Rankings: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে সুখবর। ফিফা ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল সুনীল ছেত্রীর ভারতের।
নয়াদিল্লি : বর্তমানে পুরোদমে চলছে সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship)। তার মাঝেই এ বার প্রকাশিত হল ফিফা ব়্যাঙ্কিং (FIFA Rankings)। এ বারের সাফ চ্যাম্পিয়নশিপের আগে ভারতের হেড কোচ ইগর স্টিমাচ জানিয়েছিলেন, ফিফা ক্রমতালিকা নিয়ে ভাবছেন না তাঁরা। স্টিমাচের কথাতেই পরিষ্কার ছিল যে, প্রতিটি দলকেই সমান গুরুত্ব দিচ্ছে ভারত। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ-এ-তে রয়েছে ভারত। ১ জুলাই লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ইগর স্টিমাচের ভারত। তার আগে ফিফার ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল ভারতের। গত ৫ বছরে সেরা স্থানে পৌঁছেছে টিম ইন্ডিয়া। এক ধাপ এগিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) ভারত এখন ১০০ নম্বরে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
?? move up to 1️⃣0️⃣0️⃣ in the latest FIFA Men’s World Ranking ??
Steadily we rise ???#IndianFootball ⚽️ pic.twitter.com/Zul4v3CYdG
— Indian Football Team (@IndianFootball) June 29, 2023
কয়েকদিন আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত। সেই সুবাদে ফিফা ব়্যাঙ্কিংয়ে উন্নতি করল টিম ইন্ডিয়া। ভারতের এই ব়্যাঙ্কিংয়ে উত্থানের দিন কোচ ইগর স্টিমাচ বলেন, ‘ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের উন্নতি হয়েছে এটা জানতে পেরে আমি খুশি হয়েছি। আমাদের আগামী কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করে এই স্থানে উন্নতি করার চেষ্টা করতে হবে।’
শেষ বার ২০১৮ সালের ১৫ মার্চ ফিফা ব়্যাঙ্কিংয়ে ৯৯ স্থানে পৌঁছেছিল ভারত। পাঁচ বছর পর ফের সেরা স্থানে পৌঁছেছে টিম ইন্ডিয়া। বর্তমানে ভারতীয় দল বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যস্ত।
বর্তমানে ফিফা ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০ এ থাকা দলগুলি কারা —
১) আর্জেন্টিনা
২) ফ্রান্স
৩) ব্রাজিল
৪) ইংল্যান্ড
৫) বেলজিয়াম
৬) ক্রোয়েশিয়া
৭) নেদারল্যান্ডস
৮) ইতালি
৯) পর্তুগাল
১০) স্পেন
গত তিন বছরে ফিফা ক্রমতালিকায় ভারতের ব়্যাঙ্কিং —
১) ২০২০, ১৭ সেপ্টেম্বর – ১০৯ ব়্যাঙ্কিং
২) ২০২০, ২২ অক্টোবর – ১০৮
৩) ২০২২, ২৬ নভেম্বর – ১০৪
৪) ২০২১, ৭ এপ্রিল – ১০৫
৫) ২০২১, ১৬ সেপ্টেম্বর – ১০৭
৬) ২০২১, ২১ অক্টোবর – ১০৬
৭) ২০২১, ১৯ নভেম্বর – ১০৪
৮) ২০২২, ৩১ মার্চ – ১০৬
৯) ২০২২, ২৩ জুন – ১০৪
১০) ২০২২, ৬ অক্টোবর – ১০৬
১১) ২০২৩, ৬ এপ্রিল – ১০১
১২) ২০২৩, ২৯ জুন – ১০০