Lionel Messi : গুরু-শিষ্যের পূনর্মিলনী, ইন্টার মায়ামিতে পুরনো কোচকেই পাচ্ছেন মেসি
Inter Miami : বার্সেলোনায় একটি মরসুম ও আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে বছর দুয়েক মেসির সঙ্গে কাজ করেছে টাটা মার্টিনো।
কলকাতা : জেরার্ডো মার্টিনো, যিনি বিশ্ব ফুটবলে পরিচিত টাটা মার্টিনো নামে। তাঁকেই কোচ হিসেবে নিযুক্ত করল মেজর লিগ সকার টিম ইন্টার মায়ামি। ক্লাবে লিওনেল মেসির মতো বড় তারকার পা পড়ার আগেই মার্টিনোকে স্বাগত জানিয়েছে ক্লাবটি। তাই নতুন ক্লাবেও পুরনো কোচকে পাচ্ছেন মেসি। মার্টিনো ও লিও এর আগেও একত্রে কাজ করেছেন। বার্সেলোনায় এক মরসুম ও আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে বছর দুয়েক পদে ছিলেন টাটা মার্টিনো। সেই সুবাদে দু’জনের পরিচিতি বেশ ভালো। একেবারে নতুন পরিবেশে গিয়েও পরিচিত মানুষের সঙ্গে কাজ করতে পারবেন লিও। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এই নিয়ে তৃতীয় বারের মতো জুটি বাঁধবেন মেসি ও টাটা। মেসির আগমনের পর দলকে ঢেলে সাজানোর কাজে নেমেছে ইন্টার মায়ামি। লিগে দলের পরিস্থিতি ভালো করার দিকে নজর তাদের। মেসির পর সের্গিও বুস্কেটসকে দলে নিয়েছে মায়ামি। এ বার মেসির পরিচিত কোচকে নিযুক্ত করে আরও একধাপ এগোল তারা। অতীতে মেজর লিগ সকারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মার্টিনোর। ২০১৮ সালে তাঁর তত্ত্বাবধানে লিগ জিতেছিল আটলান্টা ইউনাইটেড টিম। লিগে ১৩ দলের মধ্যে সর্বশেষ স্থানে থাকা ইন্টার মায়ামি লিও-টাটা জুটিতে ম্যাজিকের আশা করছে।
“We are very happy to be able to welcome Tata to Inter Miami. We feel he is a coach who matches our ambitions as a club and we’re optimistic about what we can accomplish together. Tata has coached at the highest levels and we believe that experience will be hugely beneficial to… pic.twitter.com/KkBrgoq0pZ
— Inter Miami CF (@InterMiamiCF) June 28, 2023
ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম বলেছেন, “ফুটবলে টাটা একজন অতি সম্মানীয় ব্যক্তি। যাঁর ট্র্যাক রেকর্ড তাঁর হয়ে কথা বলে। আমার বিশ্বাস, ফুটবলে তাঁর সাফল্য এবং অভিজ্ঞতা হেড কোচ হিসেবে আমাদের টিমকে অনুপ্রাণিত করবে। মাঠ এবং মাঠের বাইরে তিনি আমাদের টিম ও সমর্থকদের উপর কতটা প্রভাব ফেলতে পারেন সেটা দেখার অপেক্ষাতেই রয়েছি।”