TV9 Network Key Initiatives: খেলা ঘোরানোর হ্যাটট্রিক, টিভি নাইন নেটওয়ার্ককে থামানো যাচ্ছে না!

ভারত-জার্মানির এই অভিনব গাঁটছড়ার সবচেয়ে আকর্ষণীয় দিক হতে চলেছে ফুটবল প্রতিভার খোঁজ। ভারতের মতো বিরাট দেশ কেন বিশ্বকাপ খেলে না, এই প্রশ্ন অনেকেই করছেন এতদিন ধরে। কিন্তু উত্তর কে খুঁজতে চেয়েছে? বরুণ দাসের হাত ধরে টিভি নাইন বাংলা এই অভিনব রাস্তা বেছেছে।

TV9 Network Key Initiatives: খেলা ঘোরানোর হ্যাটট্রিক, টিভি নাইন নেটওয়ার্ককে থামানো যাচ্ছে না!
TV9 Network Key initiatives: খেলা ঘোরানোর হ্যাটট্রিক, টিভি নাইন নেটওয়ার্ককে থামানো যাচ্ছে না!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 8:18 PM

কলকাতা: এক কথায় হ্যাটট্রিক বলা উচিত। একধাপ এগিয়ে বলা যেতে পারে, অভাবনীয় পদক্ষেপ। যা সব অর্থে খেলা ঘোরানোর মতোই। দেশের সবচেয়ে বড় ব্রডকাস্ট নেটওয়ার্ক টিভি নাইন তিনটে এমন পদক্ষেপ নিতে চলেছে, যা রীতিমতো চমকে দেওয়ার মতো। জার্মানির সঙ্গে হাত মিলিয়ে দেশের ভাবনা ও দিশা দুই পাল্টাতে চলেছে টিভি নাইন। ফুটবল কিংবা প্রতিভার খোঁজে নেমে পড়ার মতো এ বার দেশের চৌহদ্দিতে আটকে থাকছে না হোয়্যাট ইন্ডিয়া থিঙ্কস টুডে বা ডব্লিউআইটিটি। ব্র্যান্ড হিসেবে এ বার পা বাড়াতে চলেছে বিদেশে। জার্মানির মতো দেশে আয়োজন করা হবে টিভি নাইনের ডব্লিউআইটিটি।

টিভি নাইনের এমডি এবং সিইও বরুণ দাস বলেন, ‘এ বছর হোয়্যাট ইন্ডিয়া থিঙ্কস টুডে আন্তর্জাতিক উপস্থাপনা দেখা যাবে। জার্মানির সঙ্গে হাত মিলিয়ে আপাতত শুরু করা হচ্ছে। শুধু ফুটবল বা বিনোদন দিয়ে দুটো দেশকে কাছাকাছি আনা নয়, আর্থিক ভাবে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানো যাবে। যেখানে প্রযুক্তি ও বিনিয়োগও থাকবে।’

ভারত-জার্মানির এই অভিনব গাঁটছড়ার সবচেয়ে আকর্ষণীয় দিক হতে চলেছে ফুটবল প্রতিভার খোঁজ। ভারতের মতো বিরাট দেশ কেন বিশ্বকাপ খেলে না, এই প্রশ্ন অনেকেই করছেন এতদিন ধরে। কিন্তু উত্তর কে খুঁজতে চেয়েছে? বরুণ দাসের হাত ধরে টিভি নাইন বাংলা এই অভিনব রাস্তা বেছেছে। যাতে সারা দেশ থেকে মণিমুক্তো তুলে এনে মালা গাঁথা যায়। ফুটবল খেলিয়ে দেশ হিসেবে উত্থান হয় ভারতের। সেই লক্ষ্যেই অনূর্ধ্ব ১৪ ছেলে ও মেয়েদের নিয়ে সারা দেশে ট্রায়াল শুরু হতে চলেছে। যে উদ্যোগে থাকছে বরুসিয়া ডর্টমুন্ড ও জার্মান ফুটবল সংস্থা। বরুণবাবু বলছেন, ‘ভারতের টাইগার্স ও টাইগ্রেস তুলে আনার যে দায়িত্ব টিভি নাইন নিয়েছে, তার পথচলা আজ থেকে শুরু হয়ে গেল। অনূর্ধ্ব ১৪ ছেলে ও মেয়েদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ট্যালেন্ট হান্ট হবে। সেই সঙ্গে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ডিভিবি-পোকাল ফাইনালের দিন, যা জার্মান ফুটবলের অন্যতম সেরা ইভেন্ট, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ফুটবল-নাইনও লঞ্চ হল। এটা একটা অবিস্মরণীয় প্রাপ্তি। আমার কোনও সন্দেহ নেই, জার্মান ফুটবল সংস্থার সঙ্গে হাত মিলিয়ে টাইগার্স ও টাইগ্রেস হিসেবে যে সব প্রতিভাবানদের তুলে আনা হবে, তারা আগামী দিনে ভারতকে ফুটবল খেলিয়ে দেশ হিসেবে প্রতিষ্ঠা দেবে।’

তিনটে অভিনব উদ্যোগের উদ্বোধনের দিনে হাজির ছিলেন জার্মানিতে ভারতীয় রাষ্ট্রদূত পার্ভাথানেনি হ্যারিস। জার্মান ফুটবল সংস্থার প্রেসিডেন্ট বার্নাড নুয়েনডর্ফ, অস্ট্রেলিয়ায় ভারতীয় ফুটবল সেন্টার প্রতিষ্ঠাতা জেরহার্ড রেইল্ডও উপস্থিত ছিলেন। ভারতীয় রাষ্ট্রদূত হ্যারিস বলেছেন, ‘ভারত আর জার্মানি ইতিমধ্যেই স্ট্র্যাটেজিক পার্টনার। জার্মানির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত কিন্তু ইউরোপের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। তার পরও কিন্তু বানিজ্য, প্রযুক্তি ও খেলার ক্ষেত্রে অনেক কিছু করার সুযোগ আছে। টিভি নাইন দুটো দেশকে আরও কাছে নিয়ে এসেছে, এটা একটা বড় ব্যাপার।’

ডিএফবি-পোকাল, যা আসলে জার্মান কাপ নামে পরিচিত। জার্মান ফুটবল সংস্থার প্রেসিডেন্ট নুয়েনডর্ফও বলে দিয়েছেন, ‘ভারতের সবচেয়ে বড় নিউজ় নেটওয়ার্কের সঙ্গে গাঁটছড়া বাঁধা জার্মান ফুটবল সংস্থার কাছেও এটা একটা বড় ব্যাপার। এতে ভারতের মতো দেশে ডিএফবি-পোকাল তুলে ধরা যাবে। সেই সঙ্গে ভারতের তরুণ ফুটবল প্রতিভা হিসেবে যে সব ছেলে ও মেয়েরা উঠে আসছে, তাদের ঘষামাজা করা হবে। সেই সঙ্গে ডব্লিউআইটিটি-র মতো অনুষ্ঠানও এ বার জার্মানিতে হবে।’

প্রতিভাবান ফুটবলার তুলে আনার যে প্রক্রিয়া টিভি নাইন বাংলা নিয়েছে, তাতে ভারতকে যে ফুটবল খেলিয়ে দেশ হিসেবে প্রতিষ্ঠা দেবে, সন্দেহ নেই। আন্তর্জাতিক এক্সপোজ়ারের পাশাপাশি বিশ্বমানের ট্রেনিং, বাইচুং ভুটিয়া ও সুনীল ছেত্রীর পরবর্তী প্রজন্ম তুলে আনতে সাহায্য করবে। প্রথম ভারতীয় মিডিয়া হাউস হিসেবে অবিনব পদক্ষেপ টিভি নাইনের। ভারত ও জার্মানি দুই কাছাকাছি আসায় স্বপ্নপূরণ হবে ফুটবলের।