Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Hockey Team: জার্মানিকে হাফডজন গোলে উড়িয়ে শীর্ষে ভারত

Hockey India: বিরতির পর জার্মানিকে আর খেলায় ফিরতে দেয়নি ভারত। ফাইনাল কোয়ার্টারের এক মিনিট বাদে জার্মানপ্রীত সিংয়ের পাস থেকে ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন সেলভাম। ৫১ মিনিটে দিলপ্রীত সিংয়ের ক্রস থেকে গোল করে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অভিষেক।

Indian Hockey Team: জার্মানিকে হাফডজন গোলে উড়িয়ে শীর্ষে ভারত
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 6:46 PM

রৌরকেল্লা: হকি প্রো লিগে দুরন্ত পারফরমেন্স বজায় রাখল ভারতীয় দল। তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ৬-৩ গোলে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা। শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ভারতীয় হকি দলের। একই সঙ্গে প্রো লিগে জয়ের হ্যাটট্রিকও করল ভারত। গত বছর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ই বদলে দেয় হকি দলের চেহারা। প্রো লিগে জার্মানিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষেও হরমনপ্রীতরা। ম্যাচে ভারতের হয়ে জোড়া গোল করেন অভিষেক আর সেলভাম কার্থি। একটি করে গোল করেন যুগরাজ আর হরমনপ্রীত সিং। অন্যদিকে জার্মানির হয়ে গোল করেন টম গ্রামবুশ, গঞ্জালো পেইলাট আর মল্ট হেলউইগ। স্পেনের সঙ্গে ভারতের পয়েন্ট এক থাকলেও গোল পার্থক্যে এগিয়ে হরমনপ্রীতরা। ৭ ম্যাচে ভারতের সংগ্রহ ১৭ পয়েন্ট। অন্যদিকে ৮ ম্যাচে স্পেনের ঝুলিতে ১৭ পয়েন্ট।

৯ গোলের থ্রিলারে খেলার ৩ মিনিটেই টম গ্রামবুশের গোলে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি কর্নার থেকে গোল করেন টম। ২১ থেকে ২৬ মিনিটে ৫ গোলের থ্রিলার দেখা যায় ম্যাচে। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতকে সমতায় ফেরান যুগরাজ সিং। ২২ মিনিটে ২-১ এগিয়ে দেন অভিষেক। এক মিনিট বাদে ২-২ করে জার্মানি। ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সমতায় ফেরান গঞ্জালো পেইলাট। ২৪ মিনিটে ভারতের ব্যবধান ৩-২ করেন সেলভাম কার্থি। দু’মিনিট বাদে ভারতকে ৪-২ এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। ৩১ মিনিটে জার্মানির হয়ে ব্যবধান কমান হেলউইগ।

বিরতির পর জার্মানিকে আর খেলায় ফিরতে দেয়নি ভারত। ফাইনাল কোয়ার্টারের এক মিনিট বাদে জার্মানপ্রীত সিংয়ের পাস থেকে ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন সেলভাম। ৫১ মিনিটে দিলপ্রীত সিংয়ের ক্রস থেকে গোল করে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অভিষেক।

১৯৩৬ বার্লিন অলিম্পিকে জার্মানিকে ৮-১ হারিয়েছিল ভারত। এরপর জার্মানদের বিরুদ্ধে এটাই বড় জয় ভারতীয় হকি দলের। বুধবার রৌরকেল্লায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রিভার্স লেগের ম্যাচ রয়েছে ভারতের। ৭ ম্যাচে এখনও পর্যন্ত ৫টায় জিতেছেন হরমনপ্রীতরা। ভারত হেরেছে একটায় আর ড্র করেছে একটা ম্যাচে।