Dipika Pallikal : চিনে তেরঙ্গা ওড়ালেন ‘সুপার মম’ দীপিকা, জিতলেন সোনা
Asian Squash Championship : সেমিফাইনালে পাকিস্তানের জুটিকে ছিটকে দিয়ে ফাইনালে পা রেখেছিলেন দীপিকা ও হরিন্দরপাল সিং সান্ধু। ফাইনালে দ্বিতীয় বাছাই মালয়েশিয়ান জুটিকে ২-০ ব্যবধানে হারিয়েছেন দীপিকারা।
বেজিং : মা হওয়ার মাস ছয়েকের মধ্যেই সোনার পদক জিতেছিলেন দেশের স্কোয়াশ কুইন দীপিকা পাল্লিকাল কার্তিক (Dipika Pallikal)। ফের একবার বিদেশের মাটিতে তেরঙা ওড়ালেন দীপিকা। চিনে অনুষ্ঠিত এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে (Asian Squash Championship) দীপিকা মিক্সড ডাবলস খেতাব জিতলেন হরিন্দরপাল সিং সান্ধুর সঙ্গে জুটি বেঁধে। দীপিকাদের জন্য পোডিয়াম ফিনিশ করা সহজ ছিল না। সেমিফাইনালে পাকিস্তানের জুটিকে ছিটকে দিয়ে ফাইনালে পা রেখেছিলেন দীপিকা ও হরিন্দরপাল সিং সান্ধু। ফাইনালে দ্বিতীয় বাছাই মালয়েশিয়ান জুটিকে ২-০ ব্যবধানে হারিয়েছেন দীপিকারা। স্ত্রীর পারফরম্যান্সে গর্বিত দীনেশ কার্তিক। দীপিকা ও হরিন্দপালের মেডেল গলায় পোজ দেওয়া একটি ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, “আমি ভীষণ খুশি।” বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফাইনালে দীপিকা ও হরিন্দরপালের প্রতিপক্ষ ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই মালয়েশিয়ার জুটি ইভান উয়েন এবং ব়্যাচেল আর্নল্ড। দীপিকারা ছিলেন তৃতীয় বাছাই। তবে ম্যাচজুড়ে ভারতীয় জুটির আগ্রাসনকে টেক্কা দিতে পারেনি মালয়েশিয়ার জুটি। স্ট্রেট সেটে ১১-১০, ১১-৮ ফাইনালে ইভান-ব়্যাচেল জুটিকে ২-০ হারিয়ে সোনা জিতে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে দীপিকা-হরিন্দরপাল জুটি। সেমিফাইনালে দীপিকারা হারিয়েছিলেন পাক স্কোয়াশ জুটি তৈয়ব আসলাম এবং ফৈজা জাফরকে। দীপিকাদের পাশাপাশি এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে পদক এসেছে অনাহত সিং ও অভয় সিং জুটির হাত ধরে। সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন অনাহতরা। ভারতীয় দল চিনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে দুটি পদক নিয়ে ফিরছে।
Champions on the court! ?
Congrats to Dipika Pallikal Karthik and Harinderpal Singh Sandhu on their Asian Mixed Doubles Squash Championship triumph! ??
Kudos to Anahat Singh and Abhay Singh for securing the Bronze medal too! ??
?: Sports Authority of India | World Squash… pic.twitter.com/V74cP3xlA2
— Royal Challengers Bangalore (@RCBTweets) June 30, 2023
২০১৫ সালে দীনেশ কার্তিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দীপিকা। বর্তমানে দীপিকা যমজ সন্তানের মা। সন্তানদের জন্মের পর ছয়মাসের মধ্যে গ্লাসগোতে আয়োজিত পিএসএ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলস ও মিক্সড ডাবলস খেতাব জেতেন দীপিকা।