Badminton: ইন্দোনেশিয়ায় চ্যাম্পিয়ন, ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস
Satwiksairaj Rankireddy-Chirag Shetty: সেমিফাইনালে কোরিয়ান জুটি কাং মিন হিউক-সিও সিওং জাইয়ের বিরুদ্ধে পিছিয়ে থেকে জিতে ফাইনাল নিশ্চিত করেছিলেন সাত্বিকরা। ফাইনালে মালয়েশিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে হারিয়ে খেতাব জিতলেন।
জাকার্তা : ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ চ্যাম্পিয়ন হলেন সাত্বিকরা। সেমিফাইনালে কোরিয়ান জুটি কাং মিন হিউক-সিও সিওং জাইয়ের বিরুদ্ধে পিছিয়ে থেকে জিতে ফাইনাল নিশ্চিত করেছিলেন সাত্বিকরা। ফাইনালে মালয়েশিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে হারিয়ে খেতাব জিতলেন। ২০১৮ সালে শুরু হয়েছে ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০। প্রথম বার এই টুর্নামেন্টে খেতাব ভারতের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মালয়েশিয়ান বিশ্ব চ্যাম্পিয়ন জুটি অ্যারন শিয়া-শোহ উই ইকের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ০-৮ পিছিয়ে ছিল ভারতীয় জুটি। অবশেষে নবম সাক্ষাতে মালয়েশিয়ার এই জুটির বিরুদ্ধে জয়ের মুখ দেখলেন সাত্বিকরা। সেটিও ট্রফির ম্যাচে। অতীতের হারের হতাশা অনেকটাই কমল ট্রফি জিতে ইতিহাস গড়ায়। ভারতীয় কোনও শাটলার এই টুর্নামেন্ট জেতেননি। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতীয় জুটির জয় ২১-১৭, ২১-১৮ ব্যবধানে।
দ্বিতীয় গেমে অবশ্য প্রবল চাপে ছিল ভারতীয় জুটি। স্নায়ুর চাপ সামলে রেখে অবশেষে জয়ের হাসি। ম্যাচ শেষে চিরাগ শেট্টি বলেন, ‘যাঁরা আমাদের সমর্থন করেছেন, প্রত্যেককে ধন্যবাদ। দারুণ একটা পরিবেশে ম্যাচ খেললাম। সাফল্য নিয়েই কোর্ট ছাড়তে পেরে বাড়তি আনন্দ হচ্ছে।’
Sat-Chi Scripting History yet again!@satwiksairaj & @Shettychirag04 ?? become ??’s 1st-Ever Doubles Pair to win the prestigious #IndonesiaOpenSuper1000 ??
??✍️ ✅ BWF Super 1000 Title (#IndonesiaOpen2023) ✅️ BWF Super 500 Title ✅️ Asia Championships (Individual)… pic.twitter.com/MzIbo2un4c
— Anurag Thakur (@ianuragthakur) June 18, 2023
সাত্বিকসাইরাজ-চিরাগ শেট্টির জুটির ঝুলিতে যোগ হল আরও একটি পদক। বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, ইন্ডিয়া ওপেন, সুইস ওপেন, বিডব্লিউএফ সুপার ৫০০ এর পর এ বার বিডব্লিউএফ ১০০০ পদক। ব্যক্তিগত বিভাগে এশিয়ান চ্যাম্পিয়নশিপেও পদক জিতেছেন তাঁরা। ভারতীয় জুটির এই সাফল্য উচ্ছ্বসিত কেন্দ্রীয় ক্রীড়া, সংস্কৃতি ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। টার্গেট অলিম্পিক পোডিয়ামের প্রকল্পে রয়েছেন এই দুই শাটলার।